যুক্তরাষ্ট্রে একের পর এক টর্নেডোর আঘাতে নিহত ৯

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩

ছবি- রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিসিসিপি, অ্যালাবামা ও জর্জিয়া রাজ্যে একের পর এক টর্নেডোর আঘাতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রয়টার্সের কাছে শঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণপূর্বাঞ্চলীয় ওই তিন অঙ্গরাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, টর্নেডোতে আলাব্যামা অঙ্গরাজ্যের মধ্যাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিজের জেষ্ঠ্য আবহাওয়াবিদ জেসিকা লাওস জানান, বৃহস্পতিবার মিসিসিপি থেকে অন্তত ৫ টি টর্নেডো অ্যালাবামা-জর্জিয়া পার হয়ে আটলান্টিকের উপকূলের দিকে গেছে। এসব ঝড়ের মধ্যে একটির গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার। বাকিগুলোর গতিবেগও ছিল ঘণ্টায় ১৫০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের তাণ্ডবে মিসিসিপি, অ্যালাবামা ও জর্জিয়ার বিভিন্ন এলাকায় মৃত্যুসহ ধ্বংস হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি এবং তিন অঙ্গরাজ্যের কয়েক লাখ মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

সারাদিন/১৪ জানুয়ারি/এমবি

Nagad