নুসরাত ফারিয়ার নতুন গান আসছে

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩

গায়িকা হিসেবে আবারও আসছেন দুই বাংলার অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার। এর আগে তিনটি গানের ভিডিও প্রকাশ করেছেন এই নায়িকা।

নায়িকা ফারিয়া এরইমধ্যে নিজের চার নম্বর গানের অডিও’র কাজও শেষ করে ফেলেছেন। সেরেছেন ভিডিও’র পরিকল্পনাও। আগামী ৪ এবং ৫ ফেব্রুয়ারি ব্যাংককে ওই গানটির ভিডিওর শুটিং হবে। সেভাবে প্রস্তুতি সারছেন তিনি।

অভিনেত্রী নুসরাত ফারিয়া গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

গানটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না নায়িকা ফারিয়া। তিনি বলেন, “আমার আগের তিনটি গানের মতো এটিও হবে মজার একটা গান। চিল করার জন্য, পার্টি করার জন্য এই গান। মানুষ শুনে আনন্দ পাবে। এনজয় করবে। কিছু সময়ের জন্য অনুভবে হারিয়ে যাবে।”

ফারিয়া আরও জানান, গানের ভিডিওটিও আসবে ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে। ভিডিওর শুটিং শেষে তবেই প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। পুরো গান-ভিডিওতে থাকবে নানা চমক।

সারাদিন/১৪ জানুয়ারি/এমবি

Nagad