আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
বিশ্বশান্তি কামনা করে ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন
আজ রোববার সকাল ৯টার কথা। তুরাগতীরে যত দূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। গলিপথ থেকে মহাসড়ক, সড়কে থেমে থাকা বাস কিংবা তুরাগের দুই তীরে ভিড়িয়ে রাখা নৌকা—সব জায়গায়ই বিভিন্ন বয়সী মানুষ। কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে কান পেতে আছেন মাইকের দিকে। সবার অপেক্ষা আখেরি মোনাজাতের জন্য। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আজ সকালের দৃশ্য ছিল এমনই। সকাল ১০টায় শুরু হলো সেই কাঙ্ক্ষিত মোনাজাত। মাওলানা জুবায়েরের কণ্ঠ ভেসে এল মাইকে, ‘হে আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে মজবুত করিয়া দেন। আমরা তওবা করিতেছি। আপনি আমাদের রব, আপনি আমাদের গুনাহকে মাফ করিয়া দেন। হে আল্লাহ, আপনি সব উম্মতকে মাফ করিয়া দেন…।’মাওলানা জুবায়েরের কথাগুলো চারপাশের লাখো মুসল্লিকে যেন ছুঁয়ে যাচ্ছিল। সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। আবেগাপ্লুত লাখো মুসল্লির কণ্ঠে তখন উচ্চারিত হয় ‘আমিন, আমিন’ ধ্বনি।গত শুক্রবার শুরু হয়েছিল জুবায়েরপন্থীদের ইজতেমা। পূর্বঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা ছিল। তবে ৩০ মিনিট এগিয়ে তা শুরু হয় সকাল ১০টায়। মোনাজাত শেষ হয় ১০টা ২০ মিনিটে। সূত্র: প্রথম আলো
পরিকল্পনা থেকে সমন্বয় সব ক্ষেত্রে গলদ
রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল পুনর্নিমাণ কাজের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দীর্ঘ তিন বছর প্রকল্পের অডিট না হওয়ায় উদ্বেগ জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। দুই বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও তিন বছরের বেশি সময়ে আর্থিক অগ্রগতি মাত্র ১৯ শতাংশ। ভৌত অগ্রগতি ২৩ শতাংশ। বর্তমানে নির্মাণাধীন হাসপাতালটির চারতলা ভবন পর্যন্ত চিকিৎসা চলছে।আইএমইডি জানিয়েছে, প্রকল্পের নকশা পরিবর্তনের কারণে স্থাপনা পুনর্নির্মাণে ছাদ ও দেয়ালের ক্ষতি হতে পারে। এ ছাড়া হাসপাতালের বর্জ্য অপসারণেও সমস্যা হতে পারে। ফুলবাড়িয়ায় বাংলাদেশ রেলওয়ে হাসপাতালটি সরকারি কর্মচারী হাসপাতালে রূপান্তরের পর স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনা করছিল। ২০১৩ সালের ৪ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় এটির দায়িত্ব বুঝে নেয়। যদিও রুলস অব বিজনেস অনুযায়ী, হাসপাতাল নির্মাণ ও পরিচালনা জনপ্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে না। একই বছরের ২৮ আগস্ট ওই স্থানে ১৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এটিকে ৫০০ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়। সূত্র: কালের কণ্ঠ
পাতাল মেট্রোরেলের কাজ শুরু এ মাসেই
দেশের প্রথম এমআরটি লাইন-১ বা পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হচ্ছে শিগগিরই। চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন নির্মাণকাজের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। ২৬ জানুয়ারি পাতাল রেলের মূল নির্মাণকাজের উদ্বোধন করা হতে পারে বলে আভাসও পাওয়া গেছে। সে লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। পিতলগঞ্জের ডিপো নির্মাণকাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাতালরেল নির্মাণকাজ।এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী দৈনিক বাংলাকে বলেন, ‘এখনো আমাদের কাছে সামারি (সারসংক্ষেপ) আসেনি। তবে আমি যত দূর জেনেছি, আগামী ২৬ তারিখ (২৬ জানুয়ারি) হতে পারে। এই তারিখ ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেটা চূড়ান্ত বলা যাবে না, তবে সম্ভাবনা আছে।’ সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, পাতালরেল নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠান প্রথমে শেরেবাংলা নগরের আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে করার কথা ছিল। তবে এখন খোলা মাঠে জনসভা ও উদ্বোধন- দুটি একসঙ্গে করার পরিকল্পনা চলছে। প্রকল্প এলাকায় পূর্বাচল ৪ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল শহর উন্নয়ন প্রকল্পের সাইট অফিসের কাছে জনতা উচ্চবিদ্যালয়ের সামনের বাণিজ্যিক প্লটের খোলা জায়গা উদ্বোধনী অনুষ্ঠান ও জনসভা হতে পারে বলে জানা গেছে। যদি এটি চূড়ান্ত হয় তাহলে ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে জনসভায় অংশগ্রহণ করতে পারেন। সূত্র: দৈনিক বাংলা।
লন্ডনের অভিজাত এলাকায় প্রপার্টির শীর্ষ বিদেশী ক্রেতা বাংলাদেশীরাও
লন্ডনের সবচেয়ে অভিজাত এলাকাগুলো স্থানীয়দের কাছে পরিচিত ‘প্রাইম সেন্ট্রাল লন্ডন’ হিসেবে। গোটা লন্ডনে এসব এলাকায় প্রপার্টির দাম সবচেয়ে বেশি। বহুমূল্য এসব প্রপার্টির মালিকানাকে দেখা হয় অতিধনী ব্রিটিশদের আভিজাত্যের নমুনা হিসেবে। প্রপার্টি মূল্যের ভিত্তিতে প্রাইম সেন্ট্রাল লন্ডনের পরিধি ও সংজ্ঞায় বিভিন্ন সময়ে পরিবর্তন এসেছে। বর্তমানে প্রাইম সেন্ট্রাল লন্ডনভুক্ত এলাকাগুলো হলো নাইটসব্রিজ, মেফেয়ার, সাউথ কেনসিংটন, ওয়েস্ট ব্রম্পটন ইত্যাদি। শুধু ব্রিটিশ নয়, বিশ্বের অন্যান্য স্থানের অতিধনীরাও এখন প্রাইম সেন্ট্রাল লন্ডনে প্রপার্টি ক্রেতাদের অভিজাত তালিকায় নাম লেখাচ্ছেন। প্রাইম সেন্ট্রাল লন্ডনের প্রপার্টি বাজারে বিদেশীদের অবদান এখন ৪০ শতাংশেরও বেশি। ধনাঢ্য এসব ক্রেতার জাতীয়তাভিত্তিক শীর্ষ তালিকায় আছেন বাংলাদেশীরাও। প্রাইম সেন্ট্রাল লন্ডনের প্রপার্টি কেনায় জাপানি ধনীদের চেয়েও বেশি ব্যয় করেছেন তারা। সূত্র: বণিক বার্তা।
এবার পালা গ্যাসের দাম বাড়ানোর
কিছুদিন আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরপরই এ সপ্তাহে খুচরা পর্যায়ে গ্যাসের দাম ১৭ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সূত্র। এর ফলে ভোক্তাদের মূল্যস্ফীতিজনিত যন্ত্রণা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তিতাসসহ অন্য গ্যাস বিতরণকারী সংস্থাগুলো গ্যাসের দাম ও বিতরণ খরচের সমন্বয় চেয়ে সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। জ্বালানি খাতসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে শিল্প খাত, বিদ্যুৎ উৎপাদন এবং ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র সবচেয়ে বড় ধাক্কা খাবে।জমা দেওয়া মূল্য সমন্বয় প্রস্তাব অনুসারে, শিল্প ও ছোট আকারের ক্যাপটিভ বিদ্যুৎ ইউনিটগুলো এখন প্রতি ঘনমিটার গ্যাসের জন্য যথাক্রমে ১১.৭৮ টাকা ও ১৬ টাকা দাম দেয়, যা একলাফে ২৪ টাকা হতে পারে।
প্রস্তাবিত মূল্য অনুসারে, এক চুলা ব্যবহারে প্রতি মাসে খরচ প্রায় ১৬৮ টাকা বেড়ে ১ হাজার ১৫৮ টাকা হবে। আর দুই চুলা ব্যবহারের খরচ প্রায় ১৮৩ টাকা বেড়ে ১ হাজার ২৬৩ টাকা হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ইউরোপ নয় কক্সবাজার রেলস্টেশন
জুনে চলবে স্বপ্নের ট্রেন ♦ ৯০ শতাংশ কাজ শেষ ♦ দৃষ্টিনন্দন স্টেশনে বিস্ময়
দৃষ্টিনন্দন রেলস্টেশনের ছবিটি নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যেই মানুষকে আন্দোলিত করেছে ছবিটি। অনেকের জিজ্ঞাসু মন প্রশ্ন ছুড়ে দিচ্ছে- এটা কি ইউরোপ-আমেরিকার কোনো চকচকে-ঝকঝকে রেলস্টেশন? উত্তরের জন্য আর অপেক্ষা নয়- আমাদের প্রতিনিধি আয়ুবুল ইসলাম জানান, এই আইকনিক রেলস্টেশনটি দেশের পর্যটন নগরী কক্সবাজারের। চট্টগ্রাম থেকে বন-পাহাড় ছুঁয়ে ট্রেন এসে থামবে ঝিনুকের আদলে গড়া সুরম্য এই স্টেশনে।অত্যাধুনিক সুযোগ-সুবিধার প্রায় সবই থাকছে স্টেশনটিতে। স্টেশনটিতে থাকছে লকার বা লাগেজ রাখার ব্যবস্থা। রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজারে গিয়ে পর্যটকরা লাগেজ, মালামাল স্টেশনে রাখতে পারবেন। এর জন্য অবশ্য ভাড়া দিতে হবে। সারা দিন সমুদ্রসৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতের ট্রেনে আবার ফিরে যেতে পারবেন। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, রেলস্টেশনটির নকশা এমনভাবে করা হয়েছে যে এই রেলপথ চালু হলে পর্যটকরা চাইলে হোটেল ভাড়া না করেই কক্সবাজার ভ্রমণ করে ফিরে আসতে পারবেন। এরই মধ্যে ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে প্রকল্পের কাজ। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল সংযোগ কোনো কল্পকথা নয়, এখন বাস্তবের পথে। দ্রুত এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্প। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, চলতি বছরের জুন থেকে অক্টোবরের মধ্যেই রেলে চেপে কক্সবাজার ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। রেল যোগাযোগ চালু হলে পর্যটকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্বল্প সময়ে ও কম খরচে কৃষিপণ্য, মাছ, লবণ পরিবহন করা যাবে। এতে কক্সবাজারের পর্যটনসহ সামগ্রিক অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে জানান স্থানীয় ব্যবসায়ীরা। প্রকল্প সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩ এপ্রিল চট্টগ্রামের দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে দোহাজারী-কক্সবাজার ১০০ কিলোমিটার রেলপথের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন
সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকছে, আজ ঘোষণা
ব্যাংকিং খাতে নানামুখী সংকটের মধ্যে বাংলাদেশ ব্যাংক আজ চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। যদিও অর্থবছরের শুরুতে ১২ মাস মেয়াদি মুদ্রানীতি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিতে গিয়ে তাদের শর্তে মাঝামাঝি সময়ে পুনরায় মুদ্রানীতি নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এবারও সংকোচনমুখী মুদ্রানীতির পথেই হাঁটবে বাংলাদেশ ব্যাংক। তবে ডলার সংকট, তারল্য সংকট, মূল্যস্ফীতির চাপ এবং বেসরকারি খাতে ‘প্রকৃত’ ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় কম থাকার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেগুলো প্রশমনে কিছু উদ্যোগও থাকবে।আজ ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুপুর আড়াইটায় এ মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। গভর্নর হিসেবে এটি তার প্রথম মুদ্রানীতি ঘোষণা।সরকারের জাতীয় বাজেট বাস্তবায়নে সহযোগিতা করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই মুদ্রানীতির মূল লক্ষ্য। এবারের মুদ্রানীতির ধরন নিয়ে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত সরাসরি কিছু না বললেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। সূত্র: কালবেলা
‘ক্ষমা নয়, চাই কঠোর সাজা’
জনস্বার্থে করা রিট মামলাগুলোয় আদালতের দেওয়া আদেশ-নির্দেশ না মেনে আমলারা একের পর এক অপরাধ করে চলেছেন। অনেক ক্ষেত্রেই তারা আদালত অবমাননার তোপে পড়েন। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই আমলারা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অপরাধ স্বীকার করে নিয়ে ‘নিঃশর্ত ক্ষমা প্রার্থনা’ করেন এবং ‘এখন থেকে আদালতের আদেশ-নির্দেশ মেনে চলা’র প্রতিশ্রুতি দিয়ে পার পেয়ে যান। এতে একদিকে সমস্যাগুলোর সমাধান হয় না; অন্যদিকে জনগণের ভোগান্তিও যায় না। এভাবেই চলতে থাকে বছরের পর বছর।বিশিষ্ট আইনজ্ঞরা বলছেন, আমলারা আদালতের নির্দেশ অমান্য করলে নিঃশর্ত ক্ষমা নয়, তাদের কঠোর সাজার মুখোমুখি করার ব্যবস্থা নিতে হবে।সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রায় সব আদালত অবমাননার মামলার বিবাদীরা হচ্ছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা কিংবা প্রধান নির্বাহী। আদালত অবমাননার মামলা দায়েরের আগে সতর্ক করে প্রথমে আইনজীবীরা লিগ্যাল নোটিস পাঠান। নোটিস অনুযায়ী প্রতিকার না পেলে মামলা করেন। হাইকোর্ট মামলার শুনানি গ্রহণ করে বিবাদীদের প্রতি রুল জারি করেন। রুলের বিষয়ে বিবাদীদের কাছে নোটিস যায়। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
নেপাল থেকে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে সূতা আসবে বাংলাদেশে
বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে নেপাল থেকে সরাসরি সূতা আমদানির ছাড়পত্র দিয়েছে ঢাকা। ঢাকায় অবস্থিত নেপালি দূতাবাস একটি টুইট করে এই খবর নিশ্চিত করেছে।
টুইটে লেখা হয়েছে, “নেপালের সূতা রপ্তানিকারকদের জন্য বাংলাবান্ধা স্থল বন্দর খুলে দেওয়া হয়েছে। এই বন্দর দিয়ে সূতা রপ্তানির ওপরে প্রায় দুই দশক ধরে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হল।”নেপালের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে তারা বিশ্বাস করে যে নেপাল আর বাংলাদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে এই সিদ্ধান্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাংলাবান্ধা সীমান্ত দিয়ে নেপালি সূতা আমদানি করার ওপরে ২০০২ সালে বাংলাদেশ নিষেধাজ্ঞা জারি করেছিল। দেশীয় সূতা উৎপাদকদের সুরক্ষা দিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত নেপালি সূতা শুধুমাত্র বেনাপোল স্থলবন্দর আর চট্টগ্রাম বন্দর দিয়েই বাংলাদেশে ঢোকার অনুমতি ছিল। নেপালের উৎপাদকরা চট্টগ্রাম বন্দর দিয়েই মূলত বাংলাদেশে সূতা রপ্তানি করতেন, যার ফলে তাদের খরচও বেড়ে যেত। সূত্র: বিবিসি বাংলা।
গভর্নরের সঙ্গে বৈঠকে আইএমএফ ডিএমডি
চার দিনের সফরে বাংলাদেশে অবস্থানরত আন্তর্জাতিক মুদ্রা তহিবলের (আইএমএফ) উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠকে বসেছেন।রোববার বেলা ১০টায় ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তাদের এই বৈঠক শুরু হয়। ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠকের সূচি রয়েছে আইএমএফ প্রতিনিধি দলের।এমন এক সময়ে আইএমএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক ঢাকা সফর করছেন, যখন এ সংস্থা থেকে বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়ে শর্তসহ খুঁটিনাটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও বাংলাদেশ সফরের অংশ হিসেবে শনিবার ঢাকা পৌঁছান অ্যান্তইনেত মনসিও সায়েহ। এইএমএফ বলছে, এই সফর বংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে তারা আশা করছে। সূত্র: বিডি নিউজ