২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ১৩ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

Saradin.news

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকার নয়জন এবং বাকি চারজন ঢাকার বাইরে।

সোমবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৭ জন এবং অন্যান্য বিভাগে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

নতুন বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৪১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ১৯৬ জন এবং ঢাকার বাইরের ২১৬ জন।

পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৭ জন। এর মধ্যে ঢাকার ১৪৯ জন এবং ঢাকার বাইরের ১৪৮ জন। এছাড়া নতুন বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।

সারাদিন/১৬ জানুয়ারি/এমবি 

Nagad