আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

সংকটের মধ্যেই বাড়বে গ্যাসের দাম, খাতভেদে ৫০–১০০ শতাংশ বাড়তে পারে

সরকার আবারও গ্যাসের দাম বাড়াবে। মূল্যবৃদ্ধির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, প্রজ্ঞাপন জারি হতে পারে চলতি সপ্তাহে। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ দফায় দাম বাড়ানোর ক্ষেত্রে আমদানি বৃদ্ধির বিষয়টি সামনে আনা হচ্ছে। বলা হচ্ছে, বিদেশ থেকে বাড়তি দাম দিয়ে কিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানো হবে। এ জন্য বেশি টাকা লাগবে। ভর্তুকি কমাতে সেই টাকার একটা অংশ ওঠানো হবে গ্যাসের দাম বাড়িয়ে। ব্যবসায়ীরা বাড়তি দাম দিতে রাজি। যদিও এর আগে দুই দফা সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছিল। কিন্তু পরে গ্যাস আমদানি বাড়ানো হয়নি। এবার আবার একই প্রতিশ্রুতি দিয়ে দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে এমন একটা সময়ে, যখন শিল্প খাত গ্যাস–সংকটে ভুগছে। অনেক এলাকার বাসাবাড়িতেও দিনের বেশির ভাগ সময় চুলা বন্ধ রাখতে হচ্ছে গ্যাসের অভাবে।নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি বিভাগের দায়িত্বশীল দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ দফায় শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতের গ্রাহকদের ক্ষেত্রে দাম বাড়ানো হবে। পরিবহন খাত ও আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে গ্যাসের দাম আপাতত বাড়বে না।দেশে দিনে এখন গ্যাসের মোট চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। গড়ে সর -সূত্র: প্রথম আলো

রিজার্ভের অর্থ ফেরতের পথে এক ধাপ অগ্রগতি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়ায় বলার মতো কিছুটা অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আদালত সেখানে মামলাটি চলার পক্ষে রায় দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের করা মামলার বিবাদীদের সঙ্গে মধ্যস্থতার অনুমতি দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে গচ্ছিত ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা। সেখান থেকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে ৮১০ কোটি টাকা হাতিয়ে নেয় আন্তর্জাতিক প্রতারকচক্র। অর্থ ফেরত পেতে বাংলাদেশ নিউ ইয়র্ক স্টেট কোর্টে মামলা করে। মামলায় ফিলিপাইনের বেসরকারি খাতের আরসিবিসি ব্যাংক, কিম অংসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আসামি করা হয়।বিবাদীদের মধ্যে ছয়জন এই মামলা নিউ ইয়র্ক স্টেট আদালতে চলতে পারে না দাবি করে তা বাতিলের জন্য দুটি আবেদন করেছিলেন। আদালত গত ১৩ জানুয়ারি তাঁদের আবেদন খারিজ করে দেন এবং অভিযুক্তদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে জবাব দিতে নির্দেশ দেন। একই সঙ্গে বাদী ও বিবাদীদের মধ্যে মধ্যস্থতার নির্দেশনাও দেওয়া হয়েছে।এর মাধ্যমে রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গতকাল সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সূত্র: কালের কণ্ঠ

দুর্ঘটনার আগে ল্যান্ডিং প্যাড বদলের অনুমতি চেয়েছিল উড়োজাহাজটি

নেপালের পোখারায় বিধ্বস্ত ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি অবতরণের আগ মুহূর্তে ল্যান্ডিং প্যাড পরিবর্তনের অনুমতি চেয়েছিল। অনুমতি দেয়া হলেও শেষমেশ আর অবতরণ করতে পারেনি বিমানটি। তবে শেষ মুহূর্তে ল্যান্ডিং প্যাড বদলের দরকার কেন হয়েছিল তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। খবর- বিবিসির। নেপালের স্থানীয় পত্রিকা ইকান্তিপুর এক প্রতিবেদনে বলেছে, বিধ্বস্ত হওয়া বিমানটির রানওয়ে-৩০এ অবতরণের কথা ছিল। একই পাইলট ও ক্রুসহ বিমানটি একই রানওয়েতে ওই দিন সকালবেলায়ও একবার অবতরণ করেছিল। তবে শেষ মুহূর্তে বিমানটি রানওয়ে-১২তে অবতরণের অনুমতি চায়।বিবিসি নেপালি এক প্রতিবেদনে বলেছে, বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টন কামাল কে সি। যিনি রোববারই আরেকটি ফ্লাইট নিয়ে কাঠমান্ডু থেকে পোখারায় গেছেন।ইয়েতি এয়ারলাইন্স বলছে, সম্প্রতি চালু হওয়া পোখারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এর আগে পরীক্ষামূলক উড্ডয়নও করেছেন তিনি। সূত্র: সমকাল

Nagad

রেস, এলআর গ্লোবাল ও আইসিবির ৪,৬০৭ কোটি টাকার সম্পদ যাচাই করবে বিএসইসি

দীর্ঘদিন ধরেই দেশের মিউচুয়াল ফান্ড খাত বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারছে না। সুশাসন ও স্বচ্ছতার ঘাটতি থাকায় খাতটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেছে। সম্প্রতি এক সম্পদ ব্যবস্থাপক অর্থ আত্মসাৎ করে দুবাইয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় আবারো সামনে এসেছে এ খাতের দুর্দশার চিত্র। এছাড়া অতালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ নিয়েও রয়েছে পুরনো বিতর্ক। এ অবস্থায় মিউচুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শীর্ষ তিন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে সম্পদ যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৪ হাজার ৬০৭ কোটি টাকার সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এ তিন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। সম্প্রতি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন (ইউএফএস) ইকুইটি পার্টনার্সের বিরুদ্ধে পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ব্যাংকের জাল প্রতিবেদন ও ভুয়া এফডিআর দেখিয়ে এ অর্থ আত্মসাৎ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পালিয়ে গেছেন। কমিশনের পক্ষ থেকে বিষয়টি বিষদ তদন্ত করে দেখা হচ্ছে। বিএসইসির কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় মিউচুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরো কমে গেছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারে স্থিতিশীলতার জন্য মিউচুয়াল ফান্ডে সম্পদ কোথায় বিনিয়োগ করা হয়েছে এবং বর্তমানে কী অবস্থায় রয়েছে তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। এ কারণে কমিশনের পক্ষ থেকে পরিদর্শন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র: বণিক বার্তা।

ফিরে গেলেন ঢাকা সফর শেষে
কী বার্তা ডোনাল্ড লুর

কাগজে কলমে দুই দিনের সফর হলেও মূলত এক দিনই ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর সফরের ব্যাপ্তি। রবিবার ভোর থেকে মধ্যরাত পর্যন্ত তিনি দেখা করেছেন, কথা বলেছেন বাংলাদেশের প্রায় সব পক্ষের সঙ্গে। এই সময়ে তিনি প্রায় সব পক্ষের সঙ্গে আলোচনায় গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবের বার্তা দিয়ে গেছেন। র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র যে ইতিবাচক ধারণা পোষণ করছে, সেই ইঙ্গিতও পাওয়া গেছে এ সফরে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন দিক নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে ঢাকার কর্মকর্তাদের ভাবনা জেনে গেছেন। কূটনৈতিক সূত্রের খবর, সফরে ডোনাল্ড লু স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ব্যাপক আর্থসামাজিক উন্নয়নের কথা উল্লেখ করেন। বাংলাদেশের ভবিষ্যতের সব প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র প্রশাসনের অব্যাহত সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সফরে তিনি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান গতিপথের প্রশংসা করেছেন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির জন্য নতুন উপায় ও পন্থা অন্বেষণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সূত্র: বিডি প্রতিদিন।

বছরের পর বছর একই অপকৌশল
রোজার পণ্যমূল্য বৃদ্ধি দুই মাস আগেই

প্রতিবছর রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে ওঠে। রোজার কয়েক মাস আগেই নীরবে বাড়িয়ে দেয় নিত্যপণ্যের দাম। যাতে রমজানের শুরুতে অথবা কয়েকদিন আগে এসব পণ্যের দাম বাড়াতে না হয়। অন্যদিকে ভোক্তারাও যেন বলতে না পারেন-‘রমজান ঘিরে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে।’ আবার রমজানের ঠিক আগমুহূর্তে সরকারের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীরা পরিকল্পনা অনুযায়ী কোনো কোনো পণ্যের দাম সামান্য কমিয়েও দেন। বছরের পর বছর চলছে তাদের এই অপকৌশল। আর এর মাধ্যমে ওইসব ব্যবসায়ী প্রতিবছর নিরীহ ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার কোটি টাকা। এবারও সেই চক্রটি একই কৌশল অনুসরণ করছে। রমজাননির্ভর পণ্যের দাম দুই মাস আগেই বাড়ানো হচ্ছে। আগামী মার্চে শুরু হচ্ছে রমজান।কিন্তু অসাধুদের এই কারসাজির কৌশল ‘ওপেন সিক্রেট’ হলেও সব সময়ই রহস্যজনক কারণে ‘নীরব দর্শকের ভূমিকায়’ থাকে কর্তৃপক্ষ। নেওয়া হয় লোক দেখানো কিছু পদক্ষেপ। কিন্তু আসে না কোনো কার্যকর ফল। কোনো বছরই ওইসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নির্বিঘ্নে চালিয়ে গেছেন তাদের অপকর্ম। তাদের জাঁতাকলে কোনো কারণ ছাড়াই পিষ্ট হচ্ছেন সাধারণ ভোক্তা। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমান যুগান্তরকে বলেন, বরাবর দেখা গেছে ব্যবসায়ীরা রমজানে পণ্যের দাম খুব কম বাড়ায়। রমজান আসার আগেই তারা কারসাজি করে দাম বাড়িয়ে দেয়। অসাধুরা পরিকল্পিতভাবে কয়েক বছর ধরে এমনটা করছেন। সূত্র: যুগান্তর

গুলি খরচের হিসাব দেন না বৈধ অস্ত্রধারীরা

আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে যে গুলি খরচ করা হচ্ছে তার সঠিক হিসাব দিতে পারছেন না দেশের বেশির ভাগ বৈধ অস্ত্রধারী। বছরের পর বছর লাইসেন্সের বিপরীতে গুলি সংগ্রহ করলেও গুলি খরচ করার পর থানায় জানানোর যে নিয়ম, তার তোয়াক্কা করছেন না অনেকেই। ফলে বৈধ অস্ত্র থেকে গুলি ছোড়ার কারণ আর হিসাব কোনোটাই জানতে পারছে না সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশঙ্কা করা হচ্ছে, এই ফাঁকতালে ‘ব্যাপক হারে’ বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হচ্ছে।পুলিশ সদর দপ্তরের এক আদেশের পরিপ্রেক্ষিতে বৈধ অস্ত্র নবায়ন ও গুলি খরচের কারণ অনুসন্ধান করতে গিয়ে থানায় থানায় এমন তথ্য ওঠে এসেছে। গুলির হিসাব না দিতে পারায় ওই সব অস্ত্রের মালিকের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। আবার লাইসেন্স পাওয়া ব্যক্তি মারা যাওয়ায় পর অস্ত্র বেহাত হওয়ার শতাধিক ঘটনারও নজির পাওয়া গেছে।পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ দৈনিক বাংলাকে বলেন, ‘বৈধ অস্ত্র নিয়ে কোনো ফাঁকফোকর থাকার সুযোগ নেই। সেখানে আইনের কোনো প্রকার ব্যত্যয় হলে, লাইসেন্স বাতিল করে দেয়া উচিত। ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬’ অনুযায়ী, গুলি সংগ্রহের বাৎসরিক সীমা বা পরিমাণ লাইসেন্সে নির্ধারিত করা থাকবে। গুলি ক্রয় বা সংগ্রহের ক্ষেত্রেও জেলা প্রশাসকের অনুমতি লাগে, তবে তার আগে সংশ্লিষ্ট থানা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে গুলি খরচ করার হিসাব দিতে হবে।পুলিশের বিশেষ শাখার (এসবি) হালনাগাদ বৈধ অস্ত্রের তথ্যভান্ডার ফায়ার আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম (এফএএমএস) সূত্রে জানা যায়, সারা দেশে এখন বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে ৪৪ হাজার ১০৪টি, যার মধ্যে ব্যক্তির নামে রয়েছে ৪০ হাজার ৭৭৭টি অস্ত্র। বাকি অস্ত্রগুলোর লাইসেন্স দেয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে একনলা ও দোনলা বন্দুক, শটগান, পিস্তল, রিভলবার ও রাইফেল। সূত্র: দৈনিক বাংলা।

চিকিৎসা খাতে কাজ করায় গড় আয়ু বেড়েছে
জাহিদ মালেক, স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭৩ বছর হয়েছে। আমরা চিকিৎসা খাতে কাজ করছি, তাই মানুষের গড় আয়ু বেড়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সিসার্ভিসের (ওসেক) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব জেলা হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু করা হবে। এরই মধ্যে পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এটি চালু করা হয়েছে। বাকি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে শিগগির চালু করা হবে। একটি হাসপাতালে সেবার মান নিশ্চিতের জন্য ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি বা ওসেক) খুবই জরুরি, যা এরই মধ্যে দেশের চারটি বড় হাসপাতালে খোলা হয়েছে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। সূত্র: দৈনিক আমাদের সময়।

কেমন হবে এ বছরের স্বর্ণের বাজার?

বাংলাদেশে স্বর্ণের দাম ইতিহাসে রেকর্ড পরিমাণ বেড়েছে। তাহলে ভল্টে যে স্বর্ণ আছে সেটা কি এখন বিক্রি করবেন নাকি বছরের শেষে? কারণ বাংলাদেশ তো বটেই বিশ্বজুড়েই বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আকাশচুম্বী হবে বলে বিনিয়োগ বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন।বাংলাদেশে সবশেষ ১৪ই জানুয়ারি বেড়েছে সোনার দাম। ভালো মানের সোনায় ভরিতে ২৬শ টাকার বেশি বেড়ে এখন প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে ঠেকেছে ৯৩ হাজার ৪২৯ টাকায়। বলা হচ্ছে যে, দেশে স্বর্ণের দাম এতো বেশি এর আগে আর কখনোই হয়নি। এর আগে গত ৭ই জানুয়ারি আরেক দফা বেড়েছিল দেশীয় বাজারে স্বর্ণের দাম।নিয়ে গত সপ্তাহখানেকের মধ্যেই দুই দফায় স্বর্ণের দাম বেড়েছে পাঁচ হাজার টাকার বেশি। সূত্র: বিবিসি বাংলা।

প্রমাণ লুকাতে লাশ গায়েব, সন্দেহ ‘জঙ্গি’ আল-আমিনের বাবার
ছেলের লাশের খোঁজে বান্দরবানের গহীন বনে র‌্যাবের সঙ্গে গিয়েছিলেন কুমিল্লার নুরুল ইসলাম। তবে সেখানে যে কবর পেয়েছেন, সেখানে লাশ ছিল না।

হত্যার প্রমাণ যাতে না থাকে সেজন্যই বান্দরবানের গহীনের কবর থেকে ছেলের লাশ গায়েব করা হয়েছে বলে পাহাড়ে ‘বম পার্টি’র আখড়ায় প্রশিক্ষণে যাওয়া জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্য আল-আমিনের বাবার সন্দেহ। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গম মুয়ংমুয়াল পাড়ায় কবরে গিয়ে ছেলের লাশ না দেখতে পেয়ে হতাশ, দিশেহারা কুমিল্লার নুরুল ইসলাম। তিনি সোমবার রাতে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সন্দেহ জঙ্গিরা হয়তো ছেলেকে হত্যা করেছে। কোনো প্রমাণ যেন সামনে না আসে, সেজন্য লাশ গায়েব করে ফেলেছে তারা। “আমার ছেলে হয়তো ভুল বুঝতে পেরে ফিরে আসতে চেয়েছিল। এজন্য জঙ্গিরা তাকে হত্যা করে লাশ গুম করেছে।”
এ ঘটনায় মামলা করার কথা ভাবছেন বলে জানান আমিনুর রহমান ওরফে আল-আমিনের বাবা। সূত্র: বিডি নিউজ