ফরিদপুরে বাসচাপায় বাবা-মেয়ে-শ্যালক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা, মেয়ে ও শ্যালক নিহত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার চান্দেরহাট ধর্মদী গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে ইনছানা আক্তার তাবাচ্ছুম (১১) এবং শ্যালক সৌরভ মাতুব্বর (১৮)। সৌরভের বাড়ি ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে।
জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী স্টার লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইনুদ্দিন ও তার শ্যালক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মাইনুদ্দিনের মেয়ে ইনছানাও মারা যায়। এ সময় স্থানীয় জনতা বাসে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়।
মাইনুদ্দিন বাবা আব্দুল বাকী শেখ গণমাধ্যমকে বলেন, আমার মাইনুদ্দিন, তার মেয়ে ও শ্যালককে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ভাঙ্গা হয়ে বাড়ি ফেরার পথে বাসে চাপা দিয়া মাইরা ফেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: হেলাল উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে।
সারাদিন/২২ জানুয়ারি/এমবি