অভিষেকে গোল না পেলেও উচ্ছ্বসিত রোনালদো
ক’দিন আগে সৌদি আরবের রিয়াদে অল স্টার একাদশের হয়ে প্যারিস সেন্ট জার্মেই-পিএসজির বিপক্ষে মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো।
তবে সেই প্রদর্শনী ম্যাচটি লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পেরা ৫-৪ ব্যবধানে জিতলেও রোনালদোর পারফরম্যান্স ছিল দেখার মতো।
রোববার (২২ জানুয়ারি) রাত সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে অভিষেক হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি সিআরসেভেন।
সৌদি প্রো লিগের ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষে রোনালদোর দল আল নাসের ১-০ গোলে জয় পেয়েছে। তবে গোল বা অ্যাসিস্ট কিছুই পাননি রোনালদো। ম্যাচের একমাত্র গোলটি করেছেন অ্যান্ডারসন ত্যালিসকো।
গোলটি অ্যাসিস্ট করেছেন আব্দুল মাজিদ আল সুলাইহিম। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রোনালদোর দল আল নাসর।
ওই ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পেলেও উচ্ছ্বসিত রোনালদো। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে রোনালদো লিখেছেন, “প্রথম ম্যাচ, প্রথম জয়। দারুণ করেছো ছেলেরা। আমাদেরকে অবিশ্বাস্য সমর্থন দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ।”
সারাদিন/২৩ জানুয়ারি/এমবি