আইসিসি’র বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মার্কো জেনসেন

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

ছবি- সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি’র ২০২২ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন ২২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার মার্কো জেনসেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে আইসিসি। আর নারীদের ক্রিকেটের সেরা উদীয়মান তারকা হয়েছেন ভারতীয় পেসার রেনুকা সিং।

২০২১ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মার্কো জেনসেনের। এরপর থেকেই দুর্দান্ত সময় কাটিয়েছেন এই প্রোটিয়া পেসার। তিনি ২০২২ সালে ১৩ দশমিক ৫০ গড়ে ১৪ উইকেট নিয়েছেন।

২০২২ সালে মার্কো জেনসেন ওয়ানডেতে ২টি এবং টি-টোয়েন্টিতে একটি উইকেটের পাশাপাশি লাল বলে ৩৬ উইকেট নেন। দারুণ ফর্মে থাকার পুরস্কারও পেলেন প্রোটিয়া এই পেসার। জিতে নিলেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব।

ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন পেসার জেনসেন। ভারতের আর্শদীপ সিং, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে পেছনে ফেলে আইসিসির পুরস্কার জিতেছেন ৪৪ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান এই পেসার।

সারাদিন/২৬ জানুয়ারি/এমবি 

Nagad