অস্ট্রেলিয়ান ওপেনর নতুন রানি সাবালেঙ্কা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া ্

শনিবার (২৮ জানুয়ারি) রড লেভার অ্যারেনাতে পিছিয়ে পড়েও ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়ে সেরা সাফল্য ছিনিয়ে নিলেন-প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠা বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে কাজাখস্তানের প্রতিনিধি ইয়েলেনা রাবিকিনার হারিয়ে মুকুট পরলেন নতুন রানি সাবালেঙ্কা।

এলেনা রিবাকিনাকে হারিয়ে বছরের টানা ১১তম ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন আরিনা সাবালেঙ্কা। প্রাপ্তির খাতায় যুক্ত করলেন প্রথম গ্র্যান্ড স্লাম।

২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা ফেভারিট হিসেবে কোর্টে নামেন। প্রথম সেট জিতে নেন ৬-৪ এ। এরপই ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। পরের দুটি সেটে প্রতিপক্ষকে ঘায়েল করেন। চ্যাম্পিয়নশিপ জেতেন ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে।

ইউক্রেন যুদ্ধে বেলারুশ রাশিয়াকে সমর্থন দেওয়ায় এবার নিরপেক্ষ পতাকাতলে খেলছেন সাবালেঙ্কা।

যদিও ম্যাচের শুরুটা ভালো হয়নি সাবালেঙ্কার। প্রথম সেটে হেরে বসেন কাজাখ তারকার কাছে। এরপর ঘুরে দাঁড়িয়ে জিতে নেন দ্বিতীয় সেট। খেলা গড়ায় তৃতীয় সেটে। সেই সেটের শুরুতে সার্ভিস ব্রেক করে এগিয়ে যায় রাবিকিনা। তাতেও নুয়ে পড়েননি সাবালেঙ্কা। ফের ঘুরে দাঁড়িয়ে সার্বিস ব্রেক করে গেমে সমতা ফেরান তিনি।

স্কোরলাইন তখন সমতা। জমে ওঠে দুই তারকার লড়াই। এখানেই বাজিমাত করেন সাবালেঙ্কা। ঘুরে দাঁড়িয়ে লিড নিয়ে নেন। তাতে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় কাজাখের রাবিকিনা। যে চ্যালেঞ্জ থেকে আর বের হওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে নেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। জয়ের মুকুট নিয়েই কোর্ট ছাড়েন টেনিসের নতুন রানি ২৪ বছর বয়সী সাবালেঙ্কা।

Nagad

সারাদিন. ২৮ জানুয়ারি