মায়ের কাছেই থাকবে জাপানি সেই ‘দুই শিশু’
জাপানি বংশোদ্ভূত সেই দুই শিশুকে মায়ের কাছে রাখার আদেশ দিয়েছেন আদালত। এখন থেকে দুই শিশু তাদের মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে। রায়ে বলা হয়েছে, মা চাইলে দুই সন্তানকে নিয়ে জাপান যেতে পারবেন। দুই শিশুর বাবা ইমরান শরীফ যে মামলা করেছিলেন আদালত সেটাও খারিজ করে দেন।
রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় দেন।
রায় শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ওই দুই শিশুর মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির।
এর আগে ২২ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছিলেন একই আদালত।
গত বছরের ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সিদ্ধান্ত দেন দুই শিশু কার জিম্মায় থাকবে, তার নিষ্পত্তি হবে পারিবারিক আদালতে হবে এবং তার আগ পর্যন্ত শিশু দুটি তাদের মায়ের কাছেই থাকবে।
এরপর আপিল বিভাগ থেকে মামলাটি পারিবারিক আদালতে যায়। জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।
বাংলাদেশে আসার পর দুই মেয়ে কার জিম্মায় থাকবে তা নির্ধারণ করতে আদালতে গড়ায় বিষয়টি। এমনটি আপিল বিভাগে যায় এ ঘটনা। পরে আপিল মামলাটি নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতে পাঠানো হয়। আজ মামলার চূড়ান্ত রায় হলো।