প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু ৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

সংগৃহীত

আগামী ০৬ ফেব্রুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ শুরু হবে। ছয়দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে ১২ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনেও চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম।

রোববার (২৯ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) ড. উত্তম কুমার দাশ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ০৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে। কোনো বিশেষ কারণে সময় পরির্বতন করতে হলে প্রশিক্ষণ বিভাগকে জানাতে হবে। সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্র ও শনিবার) প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।

এতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণের প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেবেন। কোনো অবস্থাতেই একজন শিক্ষক একাধিকবার প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না। একটি বিদ্যালয় থেকে একই ব্যাচে একাধিক শিক্ষক মনোনয়ন দিতে পারবেন না।

উল্লেখ্য, বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৬২০টি রয়েছে। এইসব বিদ্যালয়ে শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন। তার মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৬ হাজার ৪৩০ এবং নারী শিক্ষক ২ লাখ ২৯ হাজার ৯৩৬ জন।

সারাদিন/৩০ জানুয়ারি/এমবি

Nagad