মোংলা ইপিজেডে ভিআইপি কারখানায় আগুন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

ভয়াবহ আগুন। ভিডিও থেকে নেওয়া ছবি।

বাগেরহাটের মোংলা ইপিজেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত শ্রমিকেরা দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় হতাহতে খবর পাওয়া যায়নি।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১নম্বর কারখানায় দুপুরে হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানির ফ্রেব্রিক্স ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেড়িয়ে পড়ে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে না পারলেও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টশন কর্মকর্তা মো. আরবেশ আলী বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান তিনি।

ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানাটিতে কতজন শ্রমিক ছিল তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি মিজান।

Nagad