‘ভাষার অধিকার থেকেই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষার অধিকার থেকেই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। কাজেই বাংলা ভাষার প্রসারে আমাদের করণীয় সবকিছুই করতে হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি বিশ্বসাহিত্যের সঙ্গে আমাদের ভাষার একটা সম্পর্ক তৈরি হওয়া দরকার। এ কারণে বাংলা সাহিত্যের সব বই অনুবাদ করতে হবে। আদালতের রায় যাতে বাংলায় লেখা হয় ইতোমধ্যে সে ব্যবস্থা কিন্তু করা হয়েছে। ইতোমধ্যে সেই চর্চাও শুরু হয়েছে। কারণ ভাষার জন্য আমাদের অনেক ত্যাগ-তিতিক্ষা রয়েছে।

এ সময় বাংলা সাহিত্যের সব বই অনুবাদের চেষ্টা করতে হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা হয়তো একটা দুইটা বই অনুবাদ করি, সেটা না। বাংলা সাহিত্যের যত বই বের হবে বিভিন্ন ভাষায় সেগুলো অনুবাদ হতে থাকবে। সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দিয়েছি। কাজেই বাংলা একাডেমি এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলে এই উদ্যোগটা নিতে পারে।

তিনি আরও বলেন, এসব অনুবাদ হতে হবে আন্তর্জাতিক মানের এবং বিভিন্ন ভাষায় আমাদের সাহিত্য অনুবাদ হতে হবে। তাহলে বিশ্বের মানুষ আমাদের কথা জানতে পারবে।

সাহিত্যচর্চার ক্ষেত্রে ডিজিটাল যন্ত্রপাতিসহ আরও বেশি প্রযুক্তিগত সুবিধা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন কেউ বই পড়তে চায় না। তাই হাঁটতে-চলতেও যাতে শুনতে পারে এমন অডিও বই করা উচিত, ডিজিটাল ভার্সন করা উচিত। অনলাইনে লাইব্রেরির সুবিধা নেওয়া যেতে পারে।

Nagad

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে এবং রূপা চক্রবর্তী ও শাহাদাত হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ মন্ত্রিপরিষদ সদস্যরা, সরকারের পদস্থ কর্মকর্তা ও ভাষাপ্রেমী-বইপ্রেমীরা উপস্থিত রয়েছেন।

এবার বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি ইউনিট অর্থাৎ মোট ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় থাকবে ৩৮টি প্যাভিলিয়ন।

এবার বইমেলার আঙ্গিকগত ও বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উল্টো দিকে অর্থাৎ মন্দির-গেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হবে। গতবারের প্রবেশপথটি বের হওয়ার পথ হিসেবে নির্দিষ্ট থাকবে। এ ছাড়া টিএসসি, দোয়েল চত্বর ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে আরও ৩টি প্রবেশ ও বের হওয়ার পথ থাকবে।

সারাদিন. ১ ফেব্রুয়ারি