ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত

ময়মনসিংহ সংবাদদাতাময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় এই ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)।

আহতরা হলেন- আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন (১৮) আবুল হাশেম (৪৫) ও আবুল হাশেমের ছেলে আবু সাঈদ(২২)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি কামাল আকন্দ জানান, ময়মনসিংহ সদরের চুরখাই গ্রামে ৪০ শতক জমি নিয়ে আবুল খায়ের ও প্রতিবেশী কামাল হোসেন পরিবারের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকালে বিক্রি করার জন্য আবুল খায়ের পরিবার বিরোধপূর্ণ ওই জমি মাপতে গেলে কামাল হোসেনের পরিবারের লোকজন হামলা করে। এতে গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

Nagad

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় কাউকে এখনও আটক করা হয়নি বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি।

সারাদিন/০১ ফেব্রুয়ারি/এমবি