জামিনে মুক্তি পেলেন ইরানি নির্মাতা জাফর পানাহি

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩

ইরানি নির্মাতা জাফর পানাহি, ছবি- সংগৃহীত

ইরানের চলচ্চিত্র নির্মাতা জাফর পাহানি জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে অনশন শুরুর দুই দিনের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) নির্মাতা জাফর পাহানিকে জামিন দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইরান’।

তেহরানের ইভিন কারাগার থেকে মুক্তি পেয়ে সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নির্মাতা পানাহি।

ইভিন কারাগারে বন্দী থাকা অবস্থায় এক বিবৃতিতে নির্মাতা পানাহি বলেন, হয়তো আমার প্রাণহীন দেহই কারাগার থেকে মুক্ত হবে, কিন্তু আমার এই সিদ্ধান্তে নড়চড় হবে না।

২০২২ সালের জুলাই মাসে চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে গ্রেপ্তার করা হয়েছিল। সহকর্মী দুই চলচ্চিত্র নির্মাতাকে আটকের প্রতিবাদে ভিডিও পোস্ট করে ইরান প্রশাসনের রোষাণলে পড়েন তিনি।

বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন ৬২ বছর বয়সী পানাহি। এরমধ্যে আছে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের সেরা পুরস্কার গোল্ডেন বিয়ার, ট্যাক্সি সিনেমার জন্য এটি লাভ করেছিলেন তিনি। সিনেমা থ্রি ফেসেসের জন্য ২০১৮ সালে জিতেছিলেন কান ফেস্টিভালের সেরা চিত্রনাট্যের পুরস্কার।

Nagad

সারাদিন/০৪ ফেব্রুয়ারি/এমবি