নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) একযোগে দলের ১০ সাংগঠনিক বিভাগীয় শহরে সমাবেশ করছে বিএনপি। এর মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।
এদিকে আজকের কর্মসূচি থেকে ঘোষণা করা হবে আগামী ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী গণপদযাত্রার কর্মসূচি।

শনিবার ( ৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল থেকেই ঢাকা মহানগরসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন সমাবেশস্থলে।

নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ শাখার আহ্বায়ক আবদুস সালাম এবং পরিচালনা করবেন দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টন ছাড়াও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।

Nagad