আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩

বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকার স্থানে ৬ টাকা নিচ্ছি, তাতেই চিৎকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ১২ টাকা, আর সেখানে আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। তাতেই আমরা অনেক চিৎকার শুনি। অথচ যুক্তরাজ্যে বিদ্যুতের দাম ১৫০ ভাগ বাড়ানো হয়েছে। আমরা কিন্তু এখনো সে পর্যায়ে যায়নি। তবে আমি আবারও বলবো গ্যাস, বিদ্যুৎ সাপ্লাই দেয়া যাবে যদি ক্রয় মূল্য যা হয় সেটি দেয়। তাছাড়া আর কত ভর্তুকি দেয়া যায়।রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভর্তুকি দিচ্ছি আমরা কৃষিতে, খাদ্য উৎপাদনে ও করোনাভাইরাসের সময় আমরা বিশেষ প্রণোদনা দেই। যাতে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা চালু থাকে। প্রণোদনা দেওয়ার ফলেই আমাদের অর্থনীতির গতিটা সচল ছিল। এই প্রতিকূল অবস্থার মধ্যেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সরকার প্রধান বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। আজকে আমাদের সেই অবস্থাই চলতে হবে। তারপরও আমাদের গতি থেমে থাকেনি।এ ক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যবসায়ীদের অবদান রয়েছে। বাংলাদেশ এখন ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। স্বাধীনতার পরে অনেকে এটা ভাবতেই পারেনি বাংলাদেশ এখানে আসতে পারে। এটা মাথায় রাখতে হবে মাত্র ১৪ বছরেই আমরা এই অর্জন সম্ভব করেছি। সূত্র: দেশ রুপান্তর

 

‘চাল-ডাল কিনতেই সব টাকা শেষ, মাছ-মাংস খাওয়া হয় না’

৩৮ বছর বয়সী কয়ছর আহমদ একটি লন্ড্রির দোকানে কাজ করেন। কাপড় ধোলাই আর ইস্ত্রি করে দিন কাট তাঁর। সব মিলিয়ে দিনে সর্বোচ্চ ৪০০ টাকা আয় করেন। তবে তাঁর দৈনিক আয়ের বেশির ভাগ অংশই ব্যয় হয়ে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সংসারের খরচের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কয়ছর। আজ রোববার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় কয়ছরের সঙ্গে কথা হলো। তিনি সিলেট নগরের খুলিয়া পাড়া এলাকার বাসিন্দা। তরুণ বয়স থেকে লন্ড্রির দোকানে কাজ করছেন। এখন দৈনিক মজুরির ভিত্তিতে একটি দোকানে কাজ করেন। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ছোট সংসার। বড় মেয়ের বয়স পাঁচ বছর আর ছোট মেয়ে তিন বছরে পা দিয়েছে। কয়ছরের স্ত্রী গৃহিণী। তাই কয়ছর যা আয় করেন, তা দিয়েই পুরো সংসার চলে।বর্তমানে বাজারে প্রায় সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে সম্প্রতি গ্যাস ও বিদ্যুতের দামও বেড়েছে। এ অবস্থায় সংসার কেমন চলছে, জানতে চাইলে কয়ছর বলেন, ‘যেই টাকা পাই, সেটা দিয়ে চারজনের সংসার চালানো কষ্ট। চাল-ডাল কিনতেই সব টাকা শেষ, মাছ-মাংস কেনা হয় না। এ জন্য মাছ-মাংসও খাওয়া হয় না। তবে মেয়েরা আবদার করলে সপ্তাহে এক দিন মুরগির মাংস কেনার চেষ্টা করেন। আর পুরা সপ্তাহে ভাতের সঙ্গে ডাল, ভর্তা বা সবজি।’ প্রথম আলো

ঢাকা শহরে ১৬২ প্রজাতি
ঢাবি এলাকায় আবাস ৭০ প্রজাতির পাখির

Nagad

ঢাকায় কমছে গাছগাছালি, কমছে পাখির আবাস। এর পরও ১৬২ প্রজাতির পাখি টিকে আছে এই শহরে। এর মধ্যে কাক, শালিক, চিলসহ আবর্জনাভুক প্রজাতির পাখির সংখ্যাই বেশি। দেখা মেলে টিয়া, ফিঙেরও। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৭০ প্রজাতির পাখি রয়েছে।সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্য প্রাণী রিসার্চ ল্যাবরেটরির এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। গত শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পাখি মেলায় ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের ‘আমাদের শহরের পাখিরা’ শিরোনামের প্রকাশনায় এসব তথ্য উপস্থাপন করা হয়। ঢাকায় বেশি পাখি দেখা যায় ঢাবি এলাকা, রমনা, জাতীয় উদ্ভিদ উদ্যান, উত্তরা, দিয়াবাড়ি, আফতাবনগর, গুলশান-বনানী লেকের আশপাশের এলাকায়। গবেষণায় এই এলাকাগুলোকে ঢাকা শহরে পাখির ‘হটস্পট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

দেশে ৫ হাজার কোটি টাকার বেশি সম্পদ আছে ২১ ব্যক্তির

আইন ও সংবিধানের ভিত্তিতে আমানতকারীদের তথ্য সুরক্ষিত ও গোপন রাখতে পারে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। যেকোনো অবস্থায়ই ব্যাংকগুলো থেকে আমানতকারীর গোপন তথ্য পাওয়া অসম্ভব। এজন্য বিশ্বের ধনীদের কাছে বৈধ-অবৈধ পন্থায় অর্জিত অর্থ জমা রাখার জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য সুইজারল্যান্ড। বিভিন্ন দেশ থেকে আসা গোপন আমানত জমা রাখতে সেখানে গড়ে উঠেছে তিন শতাধিক বেসরকারি ব্যাংক। এর মধ্যে সবচেয়ে বড় ব্যাংকটি হলো ক্রেডিট সুইস। ১৬৬ বছর ধরে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসা প্রতিষ্ঠানটি এখন বিশ্বব্যাপী গোপন অর্থ আমানতের সবচেয়ে বড় গন্তব্যগুলোর একটি। ব্যবসায়িক কারণেই বিশ্বের বিভিন্ন দেশের সম্পদশালীদের তথ্য সংগ্রহ করে থাকে জুরিখভিত্তিক ব্যাংকটি। প্রায় দেড় দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশের সম্পদশালীদের পরিসংখ্যান নিয়ে ডাটাবেজ তৈরি করছে প্রতিষ্ঠানটির গবেষণা উইং, যা প্রকাশ হয় গ্লোবাল ওয়েলথ ডাটাবুক শিরোনামে। ক্রেডিট সুইস রিসার্চ ইনস্টিটিউটের তৈরি করা ডাটাবেজটির সর্বশেষ প্রকাশিত ২০২২ সালের সংস্করণে দেখা যায়, দেশে এখন ৫০ কোটি ডলার বা ৫ হাজার কোটি টাকার বেশি পরিমাণের সম্পদ আছে ২১ ব্যক্তির কাছে। কভিড মহামারীর মধ্যেও ২০২১ সালে দেশে ১০ কোটি টাকার বেশি সম্পদ আছে, এমন ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। ওই বছরের শেষে দেশে ১ মিলিয়ন ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী ১০ কোটি ৭০ লাখ টাকার সমপরিমাণ) বা এর বেশি মূল্যমানের সম্পদের মালিক ছিল ৩০ হাজার ৫৫৯ জন। ২০২০ সালে কভিডের বছরে এ সংখ্যা ছিল ২১ হাজার ৩৯৯ জন। সূত্র: বণিক বার্তা।

নভেম্বরে তফসিল ডিসেম্বরে ভোট
♦ দ্বাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতিতে ইসি ♦ ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারির প্রথম দিকও মাথায় রাখছে কমিশন ♦ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ মার্চ ♦ অধিকাংশ আসনেই ব্যালট ♦ ৫০-৭০ আসনে ইভিএম ♦ থাকতে পারে সিসি ক্যামেরাও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দুই পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। নভেম্বরে তফসিল ঘোষণা করবে কমিশন। ডিসেম্বরে ভোট হলে নভেম্বরের মাঝামাঝি তফসিল ঘোষণা; আর জানুয়ারিতে ভোট হলে ২০ নভেম্বরের পর তফসিল ঘোষণা করবে কমিশন। চলতি বছর ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ১ ফেব্রুয়ারি তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন সফল ও অর্থবহ করার বিষয়ে কমিশনের প্রয়াস অব্যাহত থাকবে। নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। নভেম্বরে তফসিল ঘোষণা করবে কমিশন। এ ছাড়া ৫০ থেকে ৭০টি আসনে ইভিএমে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন তিনি। গতকাল শরীয়তপুরের ভেদরগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। ইসির কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের জন্য ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে; তফসিল ঘোষণার সঙ্গে সংসদীয় আসন অনুযায়ী ৩০০ এলাকার তালিকা প্রস্তুত করবে কমিশন। আসন্ন সংসদ নির্বাচনে অধিকাংশ আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশন ২ লাখ মেশিন কেনার নতুন প্রকল্প গ্রহণ করলেও তা স্থগিত করা হয়েছে। ইসির হাতে ব্যবহারযোগ্য যেসব ইভিএম রয়েছে, তা দিয়ে ৫০-৭০ আসনে ভোট গ্রহণ সম্ভব। আসন্ন সংসদ নির্বাচনে কত আসনে ইভিএম ব্যবহার হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুত জানাবে ইসি। সূত্র: বিডি প্রতিদিন।

শান্তি সমাবেশে ওবায়দুল কাদের
আন্দোলনের খেলায় বিএনপি পরাজিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা তো হবে, কিন্তু প্রতিপক্ষ কোথায়? প্রতিপক্ষ তো নরম হয়ে গেছে। আন্দোলনের খেলায় তো পরাজিত হয়ে গেছেন। এখন বাকি আছে নির্বাচন। নির্বাচনে ফাইনাল খেলা হবে। দুর্বল প্রতিপক্ষ চাই না, শক্তিশালী প্রতিপক্ষ চাই। নির্বাচন ফেয়ার হবে। বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আন্দোলনের রঙিন খোয়াব দেখতে পারেন। কিন্তু এ স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। বিএনপি গণ-অভ্যুত্থানের কথা বলে, অথচ গণআন্দোলনই করতে পারল না। গণ-অভ্যুত্থান করবে কবে? কোন বছর? এখন বলবে আগামী নির্বাচনের পর। শনিবার বিকালে রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। সূত্র: যুগান্তর।

৮ বছরে সর্বোচ্চ নিপাহ আক্রান্ত শনাক্ত, চলতি মৌসুমে বড় প্রাদুর্ভাবের আশঙ্কা

চলতি বছর দেশে এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। তাদের মধ্যে ৫ জন মারা গেছেন, যা গত ৮ বছরে সর্বোচ্চ। নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি আছে একাধিক রোগী।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর দেশের ৬টি জেলায় নিপাহ রোগী শনাক্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জেলায় কেস শনাক্ত হওয়ায় বড় প্রাদুর্ভাবের ঝুঁকি আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিপাহ থেকে বাঁচতে খেঁজুরের কাঁচা রস পান না করার পরামর্শ তাদের। চলতি বছর রাজশাহী, নওগাঁ, রাজবাড়ি, শরিয়তপুর, পাবনা ও ঢাকা জেলায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩ শিশু ও বাকিদের বয়স ১৮-৩৫ এর মধ্যে। আক্রান্তদের মধ্যে ৫ জন নারী, ৪ জন পুরুষ। তাদের মধ্যে দুই শিশুসহ ৫ জন মারা গেছেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

চড়া দামের দুধ এখন ‘বিলাসপণ্য’

‘প্রণমিয়া পাটুনী কহিছে জোড় হাতে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান।
দুধে ভাতে থাকিবেক তোমার সন্তান।’

কবি ভারতচন্দ্র রায়গুণাকরের কবিতায় এভাবেই উঠে এসেছিল এক বাঙালি মায়ের আকুতি। সেই আকুতিতে সাড়া দিয়ে কবিতায় দেবী বর দিলেও বাস্তবতা বড়ই নিষ্ঠুর। আর তাই তো দিনে দিনে দুধের দাম বাড়ছে। গত এক বছরে এই পণ্যের দাম এতটাই বেড়েছে যে বাঙালি মায়ের সন্তানের কাছে তা রীতিমতো এখন বিলাসপণ্য। কিৎসাবিজ্ঞানীদের মতে, দুধ মানবদেহের পুষ্টির চাহিদা মেটাতে কাজ করে। মানবদেহ গঠনের প্রয়োজনীয় সবগুলো প্রোটিন দুধের মধ্যে থাকায় শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। বিশেষ করে অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের প্রোটিনের চাহিদা পূরণ করতে দুধের বিকল্প নেই। দুধে পরিমাণমতো ফসফরাস থাকায় পশ্চিমা বিশ্বে একে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের তালিকায় রাখা হয়। দুধ ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে। শিশু ও বাড়ন্ত বয়সে হাড়, দাঁতের গঠন ও মজবুতের জন্য এবং বয়স্ক ব্যক্তিদের হাড়ের ভঙ্গুরতা রোধ করার জন্য দুধ অত্যন্ত প্রয়োজন। সূত্র: দৈনিক বাংলা।

কুয়াকাটার পথে ‘কাঁটা’ ৩ সেতুতে ‘বাড়তি টোল’

‘সাগরকন্যা’ পটুয়াখালীর কুয়াকাটাগামী পর্যটকবাহী ও পিকনিকের বাস থেকে তিনটি সেতুতে অতিরিক্ত টোল আদায় হচ্ছে, যার কারণে এ অঞ্চলের পর্যটন খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আন্দারমানিক নদীর ওপর শেখ কামাল সেতু, হাজিপুর সোনাতলা নদীর ওপর শেখ জামাল সেতু এবং শিববাড়িয়া নদীর ওপর শেখ রাসেল সেতু থেকে বাড়তি টোল আদায়ে অভিযোগ করেছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন, ক্ষেত্রবিশেষে তাদের কাছ থেকে নির্ধারিত টোলে তিন-চারগুণ বেশি আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে হয়রানি এবং খারাপ ব্যবহার করছেন ইজারাদারের কর্মচারীরা। অনেক ক্ষেত্রে এরকম পরিস্থিতিতে পর্যটকরাও হয়রানির শিকার হচ্ছেন। তবে তিনটি সেতুর ইজারাদার দাবি করেছেন, বিষয়টি তাদের জানা নেই। তারা এর খোঁজ নেবেন। সূত্র: বিডি নিউজ

আওয়ামী লীগের ‘ব্রাক্ষ্মণবাড়িয়া কৌশল’ নিয়ে বিএনপিতে উদ্বেগ
বাংলাদেশের ব্রাক্ষ্মণবাড়িয়ায় বিএনপি এমপির পদত্যাগের পর সরকারি দল আওয়ামী লীগের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উকিল আব্দুস সাত্তারের সংসদ সদস্য হওয়ার পর বিএনপির অনেকে মনে করছেন তাদের দলকে অস্বস্তিতে বা বিপদে ফেলতে সামনে সংসদ নির্বাচনেও এমন কৌশল নিতে পারে আওয়ামী লীগ। যদিও আওয়ামী লীগ বলছে মিস্টার সাত্তারকে বিএনপি থেকে এনে প্রার্থী করা হয়নি বরং তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। এবং এর সাথে সংসদ নির্বাচনকে মেলানো ঠিক হবে না বলেও মনে করছে দলটির নেতারা। প্রসঙ্গত, উকিল আব্দুস সাত্তার ২০১৮ সালের নির্বাচনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। গত ১১ই ডিসেম্বর বিএনপির সিদ্ধান্তে তিনি পদত্যাগ করায় সংসদ সদস্য পদটি শূন্য হয়েছিলো। পরে উপনির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হলে আওয়ামী লীগের নেতারা তার সমর্থনে প্রচার প্রচারণা চালান। এমনকি আওয়ামী লীগ বা তাদের জোট এ উপনির্বাচনে প্রার্থীও দেয়নি।বরং স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছিলেন যে উকিল আবদুস সাত্তারকে নির্বাচনে জিতিয়ে আনতে সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানা তৎপরতা চালানো হচ্ছে, যা সরকারি দলের নেতারা প্রত্যাখ্যান করেছেন। সূত্র: বিবিসি বাংলা।