মেহেরপুরে পিকনিকের বাস খাদে, আহত ৩০

মেহেরপুর সংবাদদাতামেহেরপুর সংবাদদাতা
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩

ছবি- সংগৃহীত

মেহেরপুরে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে নারী ও শিশু অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) সাড়ে ১০টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী গণমাধ্যমকে বলেন, বাস উল্টে যাত্রীরা আটকে পড়েছিলেন। বাসযাত্রীদের বেশির ভাগ আহত হয়েছেন। বাসটির চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আবাসিক) আব্দুল্লাহ আল মারুফ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Nagad

সারাদিন/০৫ ফেব্রুয়ারি/এমবি