মেসি-হাকিমির গোলে পিএসজির জয়
ইনজুরির কারণে নেইমার ও কিলিয়ান এমবাপ্পে বিহীন প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি জয় পেয়েছে। ফরাসি লিগ ওয়ানে চমৎকার দুটি গোল উপহার দিয়েছেন মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) লিগ ওয়ানে ঘরের মাঠে তুলুজকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি।
এদিন ম্যাচের ২০ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল তুলুজ। ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ফন ডেন বুমেন করেন গোল। এরপর ৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে করা মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে পিএসজি।
তারপর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। ৫৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তুলুজের গোলরক্ষকে পরাস্ত করেন আর্জেন্টাইন জাদুকর।
এবারের লিগে এটি মেসির ১০ম গোল। সব টুর্নামেন্ট মিলিয়ে এবার পিএসজির জার্সিতে মেসির গোলসংখ্যা দাঁড়ালো ১৫টি। এরপর দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল। তবে কাজে লাগাতে পারেনি কেউই।
এই জয়ে ২২ ম্যাচে ১৭ জয় এবং ২ হারে ৫৪ পয়েন্ট নিয়ে ফরাসি লিগ ওয়ান টেবিলের শীর্ষে রইলো পিএসজি। দুইয়ে থাকা অলিম্পিক মার্শেইয়ের পয়েন্ট ৪৬। আর ২৯ পয়েন্ট নিয়ে ১২তম তুলুজ।
সারাদিন/০৫ ফেব্রুয়ারি/এমবি