চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে যুবক
দিনাজপুরের বিরামপুরে চলন্ত চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যুবকের কোমর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিরামপুর রেলস্টেশনের ফ্লাটফর্মের আগে রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।


গুরুতর আহত শিকার ফিরোজ কবির (৩৫) বিরামপুর পৌর শহরের শাহীনপুকুর এলাকার ফুল মিয়ার ছেলে। তিনি বর্তমানে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পার্বতীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম নুরুল ইসলাম গণমাধ্যমকে এইসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন বিরামপুর ফ্লাটফর্মে পৌঁছানোর আগে দৌড়ে ট্রেনে উঠতে চেষ্টা করেন ওই যুবক। ট্রেনটি চলমান ছিল। তখন তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পার্বতীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নুরুল ইসলাম।
সারাদিন/০৫ ফেব্রুয়ারি/এমবি