তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, রাষ্ট্রপতির শোক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ায় এইভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন তিনি।

এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ পাশে আছে।

রাষ্ট্রপতি হামিদ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে উভয় দেশের ২ হাজার ৩০০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কয়েক ঘণ্টা পরে আঘাত হানা ২য় ভূমিকম্পের ক্ষয়-ক্ষতির তথ্যও আসতে শুরু করেছে।

Nagad