বরিশালের বিদায়, কোয়ালিফায়ারে রংপুর

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

শামীম পাটোয়ারির ঝড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল থেকে বিদায় নিলো সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরেছে বরিশাল। এদিন ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলে জয় উপহার দিয়ে ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখলেন রংপুরের শামীম পাটোয়ারি।

রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান। বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে মেহেদি মিরাজের ৪৮ বলে ৬৯ এবং মাহমুদুল্লাহ রিয়াদের ২১ বলে ৩৪ রানের ইনিংসে ১৭০ রানের সংগ্রহ পায় ফরচুন বরিশাল।

জবাব দিতে নেমে সাকিব আল হাসানের প্রথম ওভারে কোন রান না তুলেই উইকেট হারায় রংপুর রাইডার্স। নাঈম শেখ শূন্য করে ফিরে যান। এরপর ওপেনার রনি তালুকদার ও তিনে নামা শামীম পাটোয়ারি ৬৯ রানের জুটি গড়েন। দুর্দান্ত খেলতে থাকা শামীমের ৫১ বলে ৭১ রানের ইনিংসে ভর করে ১৭২ রান করতে সক্ষম হয় রংপুর রাইডার্স।

রংপুর এখন বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। রোববার (১২ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওই ম্যাচের জয়ী দল সরাসরি বিপিএলের ফাইনালে উঠে যাবে।

সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৭০/৩।
(মিরাজ ৬৯, ফ্লেচার ১২, মাহমুদুল্লাহ ৩৪, করিম ৩৩*, রাজাপাকশে ১৭*; রকিবুল ৪-০-৩২-১, মুজিবুর ৩-০-১৯-০, হাসান ৪-০-৪৪-০, ব্রাভো ৪-০-২৯-০, মেহেদি ২-০-২৩-০, শানাকা ৩-০-২৩-২)।

রংপুর রাইডার্স: ১৯.৩ ওভারে ১৭২/৬।
(নাঈম ০, রনি ২৯, শামীম ৭১, সোহান ১৮, পুরান ৫, শানাকা ১৬*, ব্রাভো ২, মেহেদি ১৮*; সাকিব ৪-১-২৭-২, প্রিটোরিয়াস ৩-০-৩২-০, মিরাজ ২-০-২৭-০, সানজামুল ২-০-১৪-০, কামরুল ৩.৩-০-৩৩-২, করিম ১-০-১২-০, খালেদ ৪-০-২৪-২)।

Nagad

ফল: রংপুর ৪ উইকেটে জয়ী।

সারাদিন/১২ ফেব্রুয়ারি/এমবি