নারীদের সম্মান দিয়েছেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহিলারা এখন তো ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ান। বিএনপি-জামায়াত আসলে এটা পারবেন না। আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়তে দেয় না, স্কুলে পরতে দেয় না, হিজাব ছাড়া বের হতে পারে না। এরা নির্বাচিত হলে তেমন হবে। আগে সন্তানের নামের পরিচয়ে বাবার নাম ছিলো। এখন মায়ের নামও থাকবে। এই পরিচয় কে দিয়েছে। শেখ হাসিনার সরকার দিয়েছে। নারীদের সম্মান দিয়েছেন শেখ হাসিনা।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা্ বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপিকে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েতিনি বলেছেন, হাকডাক দিয়ে সরকার পরিবর্তন হবে না। খালি মাঠে গোল দিতে চাই না নির্বাচনে আসুন। পরিবর্তন চাইলে নির্বাচনে আসেন। এখনও বলছি ভোট না দিলে আমরা নাই। জনগনের ভোটেই পরিবর্তন হবে।

খুব শিগগিরই বিএনপির আন্দোলনের পতন ঘটবে বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ১০ ডিসেম্বরের এতো আওয়াজ, এতো লাল কার্ড কোথায় গেল। সব গোলাপবাগের গরুর হাটে। বিএনপি আন্দোলন গুরুতর আহত। মাঝে মাঝে মনে হয় পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। এতো লাফালাফি পতনটা নিজেদেরই হবে। অপেক্ষা করুন। ধৈর্য্য ধরুন।

আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ঠিক করা আছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, কর্মসূচি আমরা করে যাবো আগামী নির্বাচন পর্যন্ত। কোনো পাল্টাপাল্টি নয়। আমরা এক বছরের কর্মসূচি দিয়ে রেখেছি, কখনো শান্তি সমাবেশ, কখনো সম্মেলন, কখনো গণসংযোগ। সমাবেশগুলোতে নেতাদের বড় বড় পোস্টার দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না। কে আগামী নির্বাচনে মনোনয়ন পাবে তার আমলনামা শেখ হাসিনার কাছে জমা আছে। প্রতি ছয় মাসে তিনি রিপোর্ট নেন। সব এলাকার। সব খবর তার কাছে আছে। কাকে দিলে মানুষ ভোট দেবে। ওই রিপোর্টে ভোট আসবে, ব্যানারের ছবি মুছে যাবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ ।

Nagad