গাজায় আবারও ইসরাইলের রকেট হামলা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’-এর রকেট তৈরির একটি ভূগর্ভস্থ কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরাইলের।
স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গাজা উপত্যকায় ওই রকেট হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
![](https://www.saradin.news/wp-content/uploads/2024/08/KSRM_Tunnel_-320-x-100.png)
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, হামাসের রকেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল সমন্বিত একটি ভূগর্ভস্থ কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।
ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজা থেকে গত শনিবার ইসরাইলে রকেট হামলার জবাবে এই হামলা। গাজায় ইসরাইলের বাহিনীর সবশেষ এই হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনি রেড ক্রিসেট জানিয়েছে, নাবলুসে ইসরাইলি বাহিনীর অভিযানে একজন নিহত হয়েছেন। তবে ইসরাইলে বাহিনী নাবলুসে তাদের অভিযান সম্পর্কে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।
সারাদিন/১৩ ফেব্রুয়ারি/এমবি