আগামী ক্লাব বিশ্বকাপ হবে সৌদি আরবে
২০২৩ ক্লাব বিশ্বকাপ হবে আগামী ডিসেম্বরে। এবারের আয়োজক হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ব ফুটবলের বড় বড় সব তারকাদের দেশটির ক্লাবে ভিড়িয়ে এরই মধ্যে বিশ্বের নজর কেড়েছে সৌদি। এছাড়া ২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়েও শোনা যাচ্ছে দেশটির নাম।
কদিন আগেই প্রথম সৌদি ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতেছে আল হিলাল। ক্লাব বিশ্বকাপেও দেশের প্রথম দল হিসেবে ফাইনাল খেলে তারা। যেখানে রিয়াল মাদ্রিদের সাথে লড়াই করে হেরেছে সৌদি ক্লাব আল হিলাল। ফুটবলের এমন জোয়ারের মধ্যেই সৌদি পেলো ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব।
চলতি বছরের ১২ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে ক্লাব বিশ্বকাপের আসর বসবে বলে জানিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট সৌদি আরব ষষ্ট দেশ হিসেবে আয়োজন করতে যাচ্ছে।
ক্লাব বিশ্বকাপের দায়িত্ব পেয়ে সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেন, আমাদের সম্মানিত করা হয়েছে। আমাদেরকে বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলোকে স্বাগত জানানোর সুযোগ দেওয়া হয়েছে।
সারাদিন/১৫ ফেব্রুয়ারি/এমবি