আইপিএলে যুক্ত হলেন সানিয়া মির্জা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

এবার ক্রিকেটে যুক্ত হলেন ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা। আগামী ০৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ বা নারী আইপিএল। এই টুর্নামেন্টের অন্যতম ফ্রাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন ভারতীয় এই টেনিস তারকা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ সানিয়া মির্জার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইতোমধ্যে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে সবচেয়ে দামি ৩ কোটি ৪০ লাখ রুপিতে ভারতীয় ব্যাটসম্যান স্মৃতি মান্ধানাকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এরপর একে একে রেণুকা সিং, রিচা ঘোষ, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি, বেথ মুনিদের নিয়ে তারকাখচিত দল গড়েছে আরসিবি।

সানিয়া মির্জার সাথে অস্ট্রেলিয়ার বেন সাওয়ারের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও জানিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সাওয়ার নিউজিল্যান্ড নারী দলের হেড কোচ এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী নারী দলের সহকারী কোচ ছিলেন।

নারীদের আইপিএলে যুক্ত হওয়া নিয়ে সানিয়া মির্জা বলেন, “আমি কিছুটা বিস্মিত, তবে উচ্ছ্বসিতও। আমি তরুণ ওই নারী ক্রিকেটারদের জানাতে চাই যে, ক্রীড়াঙ্গন তাদের ক্যারিয়ারের প্রথম পছন্দ হতে পারে। পরবর্তী প্রজন্মকে জানাতে চাই যে, যত বাধাই আসুক নিজের ওপর বিশ্বাস রাখলে লক্ষ্য অর্জন সম্ভব।”

সারাদিন/১৫ ফেব্রুয়ারি/এমবি 

Nagad