আশুলিয়ায় ডিবির অভিযানে ২ মাদক কারবারি আটক
সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের নিকট হতে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সারাদিন ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের্ অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার আনারকলি পুকুরপাড় ও রাতে জামগড়া সিরু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো-আশুলিয়ার আউকপাড়া পুকুরপাড় এলাকার ওমর মিয়ার ছেলে রুবেল হোসেন (২৭) ও আশুলিয়ার জামগড়া এলাকার নুরুল হকের ছেলে জুনায়েত হাসান ওরফে জুনু (২০)।
ডিবি পুলিশ জানায়, গতকাল বিকেলে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আনারকলি পুকুরপাড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রুবেল হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অন্যদিকে, গতকাল রাতে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ আশুলিয়ার জামগড়া সিরু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুনায়েত হাসান ওরফে জুনু (২০) কে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) সারাদিন ডট নিউজকে বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।