আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

আল-কায়েদার নতুন প্রধান সাইফ আল-আদেল

সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নতুন প্রধান হয়েছেন ইরানভিত্তিক মিসরীয় বংশোদ্ভূত কমান্ডো সাইফ আল-আদেল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত আয়মান আল-জাওয়াহিরির স্থলাভিষিক্ত হলেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের পর্যবেক্ষণও জাতিসংঘের সঙ্গে মিলে যায়। ধারণা করা হচ্ছে, সাইফ আল-আদেল আল-কায়েদার নতুন প্রধান হয়েছেন। তিনি ইরানে অবস্থান করছেন।’সাইফ আল-আদেলের তথ্য দিলে এক কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় -এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকেও এক প্রতিবেদনে সাইফ আল-আদেলের আল-কায়েদার প্রধান হওয়ার খবর জানানো হয়। তবে আল-কায়েদার পক্ষ থেকে তাদের নতুন প্রধান বা আমির নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সূত্র: প্রথম আলো

পশ্চিমা আধিপত্য অবসানে জোর

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বুধবার বলেছেন, রাশিয়ার নতুন পররাষ্ট্রনীতির ধারণায় আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো গঠনে পশ্চিমাদের একচেটিয়া আধিপত্যের অবসানের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে। রাশিয়ার আইনসভা দুমায় দেওয়া বক্তব্যে লাভরভ বলেন, ‘হালনাগাদ পররাষ্ট্রনীতির ধারণাপত্রে আমরা আন্তর্জাতিক কার্যক্রমের কাঠামো গঠনে পশ্চিমাদের একচেটিয়া আধিপত্য অবসানের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলব। কাঠামোটি এখন থেকে তাদের স্বার্থপরতার ভিত্তিতে নয়, বরং সব রাষ্ট্রের সার্বভৌমত্বের সমতার নীতি সংবলিত জাতিসংঘ সনদের শর্তের আলোকে স্বার্থের ভারসাম্যের সর্বজনীন ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত।’লাভরভ আরো বলেন, ‘মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের হাইব্রিড যুদ্ধের উদ্দেশ্য রাশিয়াকে একটি দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত করা।’ সূত্র: কালের কণ্ঠ

দুই শিশু নিয়ে ২২৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে মা, বৃদ্ধাসহ জীবিত উদ্ধার ৪

তুরস্কে ভূমিকম্পের ২২৫ ঘণ্টা পার হওয়ার পরও বৃদ্ধ এবং শিশুসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সি ও আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, গত ৬ জানুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার ২২৮ ঘণ্টা পর দেশটির আন্তাকিয়া শহরের একটি ধ্বংসস্তূপ থেকে দুই শিশুসহ এক মাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।আল-জাজিরা জানিয়েছে, উদ্ধার হওয়া ওই মায়ের নাম ইলা এবং তার দুই সন্তানের নাম ময়সাম ও আলী। এদিকে ভূমিকম্পের ২২৭ ঘণ্টা পর তুরস্কের কাহরামানমারাস প্রদেশের দক্ষিণাঞ্চলে ধ্বংস্তূপ থেকে ৭৪ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। একই দিনে ওই প্রদেশ থেকে ৪৬ বছর বয়সী আরও এক নারীকে উদ্ধার করার কথা জানায় আনাদোলু এজেন্সি। সূত্র: দৈনিক বাংলা।

Nagad

বারবার বিশ্বব্যাপী নিন্দার ঝড়
যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিচারবহির্ভূত কর্মকাণ্ড

দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো নাগরিকের সঙ্গে আচরণের ক্ষেত্রে দ্বৈতনীতি অনুসরণ করে। একটি হলো শ্বেতাঙ্গ, অন্যটি কৃষ্ণাঙ্গর জন্য। এ দুই নীতি একেবারেই পৃথক ও অসম। পুলিশের মারাত্মক বর্ণবাদী মনোভাব এবং কৃষ্ণাঙ্গদের ওপর বারবার এর নৃশংস প্রয়োগ সত্ত্বেও দেশটির নেতাদের কখনোই এ নিয়ে তেমন উচ্চবাচ্য করতে দেখা যায় না
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর ধরে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনাকে পুলিশ কখনো বলছে দুর্ঘটনায় মৃত্যু, কখনো বলছে আত্মরক্ষার্থে তারা হত্যা করতে বাধ্য হয়েছে; কিন্তু পুলিশ যে অপরাধ করছে, তা কখনোই স্বীকার করত না। আর এ ধরনের ঘটনার জেরে বারবার উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজপথ। তারপরও দোষীদের বিচার হয় না। কখনো যদি বিচারের সম্মুখীন করা হয়ও, আইনের নানা ফাঁকফোকরে তারা বেরিয়ে আসে। কেউ যদি দোষীসাব্যস্ত হয়, তাহলে শ্বেতাঙ্গরা প্রাণপণ চেষ্টা করে তাদের অপরাধ তুচ্ছ প্রমাণ করে বের করে আনতে। এ বিচারহীনতার সংস্কৃতির কারণে পুলিশ একটার পর একটা এ ধরনের অপরাধ ঘটিয়ে যাচ্ছে। তাদের এ ধরনের অপরাধের পেছনে কাজ করেছে বর্ণবাদী মনোভাব। সূত্র: কালবেলা।

ইউক্রেন সীমান্তে বেলারুশ সেনা
রুশ সেনাদের ঠেকাতে বাখমুতের ব্রিজ উড়িয়ে দিল কিয়েভ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বিশেষ সামরিক বাহিনী ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে রাশিয়ার বন্ধুরাষ্ট্র বেলারুশ।

দেশটির ব্রেস্ট শহরের বাইরে তাদের প্রশিক্ষণের জায়গাটি ইইউ ও ন্যাটো সদস্য পোল্যান্ড থেকে চার কিলোমিটার ও ইউক্রেন থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।সেখানেই প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সেনাবাহিনীর বিশেষ বাহিনী বনযুদ্ধের অনুশীলন করছে। যুদ্ধক্ষেত্রে সৈন্যরা হাঁটু বাঁকানো পায়ে অবতরণ করার প্রশিক্ষণ নিচ্ছিল। খবর এএফপির। বেলারুশ চিফ অব জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিচ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেলারুশ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমান্তের কাছে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। এ অবস্থায় বেলারুশ দক্ষিণে মহড়ার জন্য বিশেষ বাহিনী প্রস্তুত করেছে।
বেলারুশের স্পেশাল অপারেশন ফোর্সের ডেপুটি কমান্ডার ভাদিম লুকাশেভিচ এএফপিকে বলেছেন, আমরা যেকোনো কাজ সম্পন্ন করতে প্রস্তুত, যদি সবচেয়ে কঠিক কাজগুলোও করতে হয়। তিনি আরও বলেন, আমরা আমাদের বেলারুশকে রক্ষা করব। তিনি মনে করেন না যে, রাশিয়া ও বেলারুশ আরও গভীরভাবে একীভূত হতে পারে। তবুও মিনস্ককে প্রস্তুত থাকতে হবে বলে তিনি মনে করেন। বেলারুশ তার সোভিয়েত উত্তরাধিকার ও প্রতিষ্ঠানগুলো রেখেছে, সেখানে বিদেশি মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে ২০২০ সালে ঐতিহাসিক সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে। লুকাশেভিচ বলেন, বেলারুশীয়রা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু কোনো আঘাত এলে আমরা পিছিয়ে থাকব না। সূত্র: যুগান্তর।

ত্রিপুরা বিধানসভার ভোট আজ
লড়াই হতে পারে ত্রিমুখী
২০১৮ সালের নির্বাচনে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি

ভারতের ত্রিপুরা বিধানসভার ভোট আজ। এ রাজ্যের বিধানসভার ৬০টি আসনে ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২৮ লাখের কিছু বেশি ভোটার। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা হবে আগামী ২ মার্চ। সংশ্লিষ্টরা বলছেন, এই নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে পারে। ক্ষমতাসীন দল বিজেপি ও তাদের শরিক ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি), বাম-কংগ্রেস জোট ও তৃণমূল কংগ্রেস। এ ছাড়া কিছুটা লড়াইয়ে থাকতে পারে টিপ্রা মোথা পার্টিও। এর আগে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। সেবার তারা ৩৬টি আসনে জয় পায়। তাদের জোট শরিক দল আইপিএফটি জয় পায় ৮ আসনে। ১৬ আসনে জয় পায় সিপিআইএম। তবে বিজেপি ৩৬ আসনে জয় পেলেও ভোট পায় ৪৩.৫৯ শতাংশ। অন্যদিকে ক্ষমতা হারানো সিপিআইএম মাত্র ১৬ আসন পেলেও ভোট পায় ৪২.২২ শতাংশ। বিধানসভার ৬০টি আসনের মধ্যে বিজেপি প্রার্থী দিয়েছে ৫৫ আসনে। বাকি ৫ আসনে প্রার্থী দিয়েছে তাদের শরিক দল আইপিএফটি। সিপিআইএম ৪৩, কংগ্রেস ১৩, টিপ্রা মোথা ৪২, তৃণমূল কংগ্রেস ২৮ আসনে প্রার্থী দিয়েছে। এ ছাড়া সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক ১টি করে আসনে প্রার্থী দিয়েছে। ৫৮ আসনে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। মঙ্গলবার বিকাল ৪টায় নির্বাচনী প্রচারণা শেষ হয়। প্রচারণায় ক্ষমতাসীন বিজেপি, বিরোধী সিপিআইএম, কংগ্রেস বা তৃণমূল কেউই মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে সামনে রাখেনি। বিজেপির হয়ে প্রচারণায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দলের শীর্ষ নেতারা। তৃণমূলের হয়ে প্রচারণা চালিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সিপিআইমের হয়ে প্রচারণায় অংশ নিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত। কংগ্রেসের হয়ে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাস মুন্সিরা প্রচারণায় অংশ নিলেও দলের রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে অংশ নিতে দেখা যায়নি। রাজ্যের উন্নয়ন, উন্নত অবকাঠামো, সামাজিক সুরক্ষা, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি, পুরনো পেনশন প্রকল্পের বদলসহ একাধিক ইস্যু ছিল এবারের নির্বাচনী প্রচারণায় হাতিয়ার। সূত্র: বিডি প্রতিদিন ।

২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে মা ও দুই শিশু উদ্ধার
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ধ্বংসস্তূপ থেকে এক নারীকে তার দুই শিশু সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ধ্বংসস্তূপটিতে ২২৮ ঘণ্টা আটকে ছিলেন। আজ বৃহস্পতিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তুরস্কের সংবাদমাধ্যম জানায়, ওই নারীর নাম এলা। তাকে তাদের অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে মেসাম ও আলী নামের দুই সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়।
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজার বেশি। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি। বেঁচে যাওয়া অনেক গৃহহীন হয়ে পড়েছেন। তবে তীব্র শীতের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন ভূমিকম্প কবলিত এলাকার মানুষ। সূত্র: সমকাল

এলটিটিই প্রধান প্রভাকরণ কি জীবিত: শ্রীলঙ্কার সেনাবাহিনী কী বলছে?

এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ জীবিত বলে যে দাবী সম্প্রতি করেছেন তামিল জাতীয়তাবাদীদের একাংশ, তাকে ভুয়া বলে মন্তব্য করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। বিবিসি তামিল বিভাগকে দেওয়া এক সাক্ষাতকারে শ্রীলঙ্কার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার রভি হেরাথ জানিয়েছেন শ্রীলঙ্কার গৃহযুদ্ধের একেবারে শেষ সময়ে প্রভাকরণ মারা গিয়েছিলেন।
তার কথায়, “১৮মে, ২০০৯ সালে গৃহযুদ্ধের শেষদিনে প্রভাকরণ মারা যান। তার মৃত্যুর পরে ডিএনএ টেস্ট করা হয়েছিল। মৃতদেহটি যে প্রভাকরেরই ছিল, তা নিশ্চিত করা গিয়েছিল। এটা নিয়ে কোনও অস্পষ্টতা নেই।““যে বিবৃতিতে বলা হচ্ছে যে তিনি জীবিত আছেন, তা নিয়ে আমরা মোটেই চিন্তিত নই, কারণ ওই দাবীটাই ভুল,” জানিয়েছেন মি. হেরাথ। সূত্র: বিবিসি বাংলা।

এবার রুশ ‘পর্যবেক্ষণ’ বেলুন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

কিয়েভের আকাশে বেশ কিছু রুশ পর্যবেক্ষণ বেলুন শনাক্ত করার কথা জানিয়েছে ইউক্রেন। এসব বেলুনের অধিকাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। খরব আল-জাজিরার। এক প্রতিবেদনে বলা হয়, বেলুনগুলো কর্নার রিফ্লেক্টর ও পর্যবেক্ষণ সরঞ্জাম বহন করে থাকতে পারে। তবে বেলুনগুলোকে কখন কিয়েভের আকাশে দেখা গেছে তা সম্পষ্ট করে জানায়নি ইউক্রেন। যদিও বুধাবার (১৫ ফেব্রুয়ারি) আকাশ বিষয়ক সতর্কতা জারি করে কিয়েভ।সামরিক প্রশাসন এক টেলিগ্রাম বার্তায় জানায়, প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলো হচ্ছে এমন বেলুন, যা বাতাসের প্রবাহের অধীনে চলাচল করে। সূত্র: জাগো নিউজ

 

বিল স্মিদের পূর্বাভাস
এক দশক দীর্ঘ হতে পারে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্রে চলমান উচ্চমূল্যস্ফীতি পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হচ্ছে না। বরং সব পূর্বাভাসকে মিথ্যে প্রমাণ করে এটি টিকে থাকতে পারে আরো অন্তত এক দশক। স্মিদ ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিল স্মিদের বরাতে এমন তথ্যই জানিয়েছে সিএনবিসি। মার্কিন শ্রম মন্ত্রণালয় প্রকাশিত বার্ষিক মূল্যস্ফীতির প্রবৃদ্ধির পরিসংখ্যান প্রকাশের পর পরই মূল্যস্ফীতি নিয়ে বিল স্মিদের এ মন্তব্য এল। মন্ত্রণালয় মূল্যস্ফীতির প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করেছিল। বিল স্মিদ বলেন, ‘‌আমরা মনে করি মূল্যস্ফীতি নাছোড়বান্দা হিসেবে অর্থনীতিতে অবস্থান করবে এবং অনেক দীর্ঘমেয়াদি হবে। যেহেতু যুক্তরাষ্ট্র এবং আমাদের বিপুল জনসংখ্যা রয়েছে, তাই মূল্যস্ফীতি এক দশক দীর্ঘ হতে পারে।’এর আগে চলতি মাসের শুরুতে ফেডারেল রিজার্ভ বেঞ্চমার্ক সুদের হার বাড়িয়েছিল। সুদের হার বৃদ্ধির এ ধারার অবসান হতে যাচ্ছে, এমন ইঙ্গিতও দেয়া হয়েছিল। সে সময় ফেডারেল রিজার্ভের গভর্নর মিশেল বোম্যান সতর্ক করে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করে মূল্যস্ফীতি কমাতে নিয়ন্ত্রকদের সুদের হার বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে হবে। সূত্র: বণিক বার্তা।