বেনজেমার রেকর্ডে রিয়াল মাদ্রিদের বড় জয়

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় করিম মোস্তফা বেনজেমার ইতিহাস গড়া রেকর্ডের দিনে এলচেকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনার সাথে ব্যবধান খানিকটা কমিয়েছে রিয়াল। যদিও এখনও ৮ পয়েন্টের ব্যবধান।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে ৪-০ গোলে জিতেছে রিয়াল। এদিন ক্লাব ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন করিম বেনজেমা। দুই পেনাল্টিতে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদেরই সাবেক তারকা ফুটবলার রাউল গঞ্জালেসকে।

শুরুতেই গোলের আনন্দে মাতলেন মার্কো আসেন্সিও। দুই পেনাল্টির সুযোগ কাজে লাগালেন করিম বেনজেমা।

ম্যাচের ২৮তম মিনিটে বেনজেমার গোল অভিমুখে দেওয়া হেড প্রতিপক্ষের ডিফেন্ডার রোকোর হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেটি কাজে লাগিয়ে রিয়াল ক্যারিয়ারে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বেনজেমা। সেটিও আসে পেনাল্টি থেকে। স্পট কিকে এবারও ভুল করেননি বেনজেমা।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫২ ও ৬১ মিনিটে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা পায়নি। তবে ৮০ মিনিটে কোনাকুনি শটে গোলবার খুঁজে নেন লুকা মদ্রিচ। এতে বড় জয়ে নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নসরা।

Nagad

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সাথে ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দুইয়ে। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৬।

সারাদিন/১৬ ফেব্রুয়ারি/এমবি