রোনালদোর জোড়া অ্যাসিস্টে শীর্ষে আল নাসর
সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ধারবাহিক নৈপুণ্যে সৌদি আরবের ক্লাব আল তাউনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। তবে এই ম্যাচটিতে রোনালদো কোনো গোল না পেলেও দু’বারই স্কোরের যোগানদাতা। আগের ম্যাচেও একাই চার গোল করে দলকে জিতিয়েছিলেন রোনালদো।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রোনালদোর দুই অ্যাসিস্টে আল তাউনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। এতে সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো আল নাসর।
ক্লাবটির হয়ে একটি করে গোল করেছেন আব্দুল রাহমান গারিব ও আবদুল্লাহ মাদু। আল তাউনের পক্ষে একমাত্র গোলটি করেছেন আলভারো মেদরান।
এই জয়ের মধ্য দিয়ে ১৭ ম্যাচে ১২ জয় ৪ ড্র এবং ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগ টেবিলের শীর্ষে উঠে এলো আল নাসর। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আল ইত্তিহাদ রয়েছে দুইয়ে।
সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আল শাবাব। যদিও এক ম্যাচ বেশি খেলেছে এই ক্লাবটি। ৩২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে আল হিলাল। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বারে থাকা আল তাউনের পয়েন্ট ৩০।
সারাদিন/১৮ ফেব্রুয়ারি/এমবি