সাভারে হেরোইন-গাঁজা জব্দ, আটক ১

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩

সাভারের আমিন বাজারে অভিযান চালিয়ে ৫২৩ পুরিয়া হেরোইন ও ১ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মজিবর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সারাদিন ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেন আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।

এর আগে গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আমিন বাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মজিবর রহমান (৫৫) রাজবাড়ী জেলার পাংশা থানার ধানচন্দ্রপুর এলাকার মৃত ফটিক শেখের ছেলে। বর্তমানে সে আমিন বাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিন বাজারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় আবু মেম্বারের বাড়ির সামনের গলিতে ভ্রাম্যমান অবস্থায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার নিকট থাকা পলিথিনের ব্যাগ থেকে ৫২৩ পুরিয়া হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার কৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ সারাদিন ডট নিউজকে বলেন, আটককৃত মাদকব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Nagad