লিভারপুলকে ৫-২ গোলে হারাল রিয়াল মাদ্রিদ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে প্রথমে ২ গোলে পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে ২ গোলে পিছিয়ে পড়েও তারা লিভারপুলকে হারাল রিয়াল। জোড়া গোল করলেন ভিনিসিয়ুস জুনিয়র এবং করিম বেঞ্জেমা। একটি গোল এদের মিলিটাওয়ের।
এর আগে গত বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ভিনিসিয়ুসের একমাত্র গোলে ট্রফি জেতে রিয়াল। মঙ্গলবার ১৩ মিনিটের মধ্যে লিভারপুল ২ গোলে এগিয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন, ম্যাচ একপেশে হতে চলেছে। তবে রিয়াল সেই ধারণা পাল্টে দেয়। প্রথমার্ধেই সমতা ফেরায় তারা। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে ৫-২-এ এগিয়ে যায়। লিভারপুল আর ম্যাচে ফিরতে পারেনি।
বিরতির পর অপ্রতিরোধ্য হয়ে ওঠে রিয়াল। ম্যাচের ৪৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের ফ্রি-কিকে হাওয়ায় ভাসা বল গেডে অ্যালিসনকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। ম্যাচের ৫৫ মিনিটে গোলে উল্লাস নাম লেখান করিম বেনজেমা। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে দুর্বল শট নেন তিনি। কিন্তু গোমেজের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। ৬৭তম মিনিটে পাল্টা আক্রমণে ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচ খুঁজে নেন ভিনিসিয়ুসকে। তিনি পাস দেন বেনজেমাকে। গোলপোস্ট ছেড়ে তখন বেরিয়ে আসেন অ্যালিসন। তাকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় ম্যাচে রিয়ালের পঞ্চম গোল করেন বেনজেমা।