কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর

দিনাজপুর সংবাদদাতাদিনাজপুর সংবাদদাতা
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩

ছবি- সংগৃহীত

গরমের কারণে মানুষ ঘরবাড়িতে ফ্যান চালিয়ে পরিত্রাণের চেষ্টা করছে। এ অবস্থায় ব্যতিক্রম দিনাজপুর। বেলা বাড়লেও সেখানে সূর্যের দেখা নেই। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। এই কারণে দিনের বেলায়ও যানবাহনের হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকে দিনাজপুর ও এর আশপাশের জেলাগুলো ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। দিনাজপুরে তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল (মঙ্গলবার) তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, চলতি বছর আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। কখনও শীত তো কখনও গরম। এখন তো শীত নেই। কিন্তু হঠাৎ করে ঘন কুয়াশা পড়েছে। রাস্তাঘাট ঠিকমতো দেখা যাচ্ছে না। সড়ক মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, শীত বিদায় নেওয়ার আগে ঘন কুয়াশা নামা অস্বাভাবিক নয়। কিন্তু এবার এখন পর্যন্ত দিনাজপুরে বৃষ্টি হয়নি। যদিও অন্যবার শীতে দুই-একবার বৃষ্টি হয়েছিল।

সারাদিন/২২ ফেব্রুয়ারি/এমবি 

Nagad