তুরস্কের মধ্যাঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

তুরস্কের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ কম্পন অনুভূত হয়েছে বলে ইউরোপিয়ান মেডিটরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে কম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাৎক্ষনিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায়। এর কিছুক্ষণ পরে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। এ ঘটনায় শনিবার পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর জানা গেছে।

সারাদিন. ২৫ ফেব্রুয়ারি

Nagad