আরও ১৩ পরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু বুধবার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

ছবি: শাহজালাল রোহান

রাজধানীতে অতিরিক্ত বাসভাড়া রোধে আরও ১৩টি পরিবহনের ৯৪৭টি বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আগামীকাল বুধবার (১ মার্চ) থেকে এসব বাসে ই-টিকিটিং চালু হবে বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

নতুন যেসব পরিবহনে ই-টিকিটিং চালু হবে সেগুলো হলো- আকাশ এন্টারপ্রাইজ (সদরঘাট-ধউর); ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি (সদরঘাট-ধউর); ৬ নম্বর মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট কোম্পানি (প্রা.) লি. (কমলাপুর-নতুন বাজার); গ্রীন অনাবিল পরিবহন লি. (সাইনবোর্ড-গাজীপুর); গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোং লি. (যাত্রাবাড়ী-টঙ্গী স্টেশন রোড); অনাবিল সুপার লি. (সাইনবোর্ড-গাজীপুর); রাইদা এন্টারপ্রাইজ লি. (পোস্তগোলা-ধর) আসমানী পরিবহন লি. (মদনপুর-আব্দুল্লাহপুর); সময় ট্রান্সপোর্ট লি. (গুলিস্তান-কাঁচপুর); বৈশাখী পরিবহন লি. (সাভার-নতুন বাজার); রইছ পরিবহন লি. (সাভার নতুনবাজার); এয়ারপোর্ট-বঙ্গবন্ধু এভিনিউ মিনিবাস মালিক সমিতি (কদমতলী-আব্দুল্লাহপুর) এবং মঞ্জিল এক্সপ্রেস লি. (কাঁচপুর-ধউর)।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ৪৬টি কোম্পানির ৭০ থেকে ৭৫ শতাংশ গাড়িতে ই-টিকিটিং পদ্ধতি কার্যকর হয়েছে। বাকি গাড়িতে কার্যকর করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৯টি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সমিতি কর্তৃক নিয়োগকৃত ৯ জন স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করতেছে। যেসব গাড়ি এখনো নিয়মের মধ্যে আসে নাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অতিরিক্ত বাসভাড়া ঠেকাতে কিছুদিন আগে বাসে চালু করা হয় ই-টিকিটিং ব্যবস্থা। শুরু থেকে এই ব্যবস্থায় অনেকটা আস্থা পেয়েছেন যাত্রীরা। তারা পরিবহন সেক্টরে সুস্থ ধারা ফিরে আসবে বলে আশা করছেন।

এর আগে প্রথম পর্বে ২০২২ সালের ১৩ নভেম্বর ত্রিশটি কোম্পানির ১ হাজার ৬৪৩টি বাসে ও দ্বিতীয় পর্বে চলতি বছরের ১০ জানুয়ারি ১৮টি কোম্পানির ৭১৭টি ই-টিকিট চালু করা হয়।

Nagad