‘বিএনপি আমলের মতো ভুয়া ভোটার তালিকায় নির্বাচন হবে না’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

আশা করি আগামী দিনে খুব ভালো নির্বাচন হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন বলেন, বিএনপি আমলের মতো ভুয়া ভোটার তালিকায় নির্বাচন হবে না। সবগুলো দলকে একমত হতে হবে যেন নির্বাচনে কোনো সংঘাত না হয়। সেটা হলে খুব লজ্জাজনক হবে আমাদের দেশের ও গণতন্ত্রের জন্য। তবে আমরা এখন অনেক পরিণত। আশা করি আগামী দিনে খুব ভালো নির্বাচন হবে।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আজ জি-২০ সম্মেলনে ভারত যাচ্ছেন তিনি।

নির্বাচনী বছরে ভারত সফর কি কোনো ভূমিকা রাখবে, এমন প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘পৃথিবীতে সব দেশেই কত নির্বাচন হয়! এ বিষয় নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। অন্যদেরও এটা নিয়ে মাথাব্যথা নেই। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। বিএনপি আমলের মতো ভুয়া ভোটার তালিকায় নির্বাচন হবে না।’

ভারত সফরে কাদের সঙ্গে বৈঠক হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেখানে ফ্রান্স, সুইডেনসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দীপক্ষীয় বৈঠক হবে। আমরা ৪ থেকে ৫ টি দেশের সঙ্গে কথা বলব। সবাই আমাদের সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছে। কিন্তু সেটা সম্ভব নয়।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারত এবারের জি-২০ সম্মেলনের সদস্য নয় এমন ৯টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে। আমরা সেখানে গিয়ে বিভিন্ন পরামর্শ দেব। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতি অনেক ঝুঁকির মধ্যে আছে। আমরা যুদ্ধ নয়, শান্তির কথা বলব।’

ভারতের সঙ্গে কী বিষয় নিয়ে আলাপ হবে, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। তখন আমাদের আলোচনা আরও ফলপ্রসূ হবে। ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সুযোগ পেলেই আমরা আমাদের অনেকগুলো বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করি।’ সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

Nagad