ইংল্যান্ডের বিপক্ষে চাপে টাইগাররা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

ছবি- সংগৃহীত

অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। বুধবার (০১ মার্চ) দুপুর ১২টায় শুরু হয়। ইংলিশ অধিনায়ক জস বাটলারের সাথে টস করতে নেমে জয় পয় তামিম ইকবাল। আর টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুও করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে জুটি গড়ার আভাস দেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

তামিম ইকবাল শুরু থেকেই হাত খুলে খেলছেন। অন্যদিকে ডানহাতি ওপেনার লিটন দাস সঙ্গ দেওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু পারেননি। ছক্কা মেরেই ক্রিস ওকসের বলে সাজঘরে ফিরলেন লিটন।

দলীয় ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারালো বাংলাদেশ।

ব্যক্তিগত ৭ রান করে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন টাইগার ওপেনার লিটন দাস। যদিও তিনি ১৩ বলে করেন মাত্র ১ রান! ১৪ নম্বর বল সজোরে হাঁকিয়ে ওভার বাউন্ডারি মারেন লিটন। পরে বলেই এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন লিটন দাস। এরপর ৫১ রানে বিদায় নেন তামিম ইকবাল (২৩)। দুই উইকেট হারিয়ে কিছুটা হোঁচট খেল বাংলাদেশ।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৮ রান।

Nagad

বাংলাদেশের সাথে ২১ বারের দেখায় ইংল্যান্ডের জয় ১৭, বাংলাদেশ জিতেছে মাত্র ৪টিতে। এরমধ্যে দুইটি ঘরের মাঠে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আরচার, মার্ক উড।

সারাদিন/০১ মার্চ/এমবি