আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

ত্রিপুরা ও নাগালান্ডে এগিয়ে বিজেপি

উত্তরপূর্ব ভারতের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছে আজ সকাল ৮টা থেকে। সর্বশেষ গণনায় বলা হয়েছে, ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি জোট এবং মেঘালয়ে এনপিপি জোট এগিয়ে রয়েছে। সর্বশেষ খবরে বলা হয়েছে, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট ৪০টি, কংগ্রেস-বামজোট ১০টি এবং ত্রিপুরা মথা ১০টি আসনে এগিয়ে রয়েছে। মেঘালয়ে এনপিপি-২৩টি, বিজেপি ১২টি, তৃণমূল কংগ্রেস ১৫টি এবং কংগ্রেস ৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে নাগাল্যান্ডে এনডিপিএফ ২৪টি, বিজেপি ২০টি, কংগ্রেস ১টি এবং এনপিএফ ৯টি আসনে এগিয়ে রয়েছে।অন্যদিকে মুর্শিদাবাদের সাঘরদিঘী আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। এ আসনের তৃণমূল প্রার্থী সুব্রত সাহার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এর আগে গত মঙ্গলবার ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষায় বলেছে, মেঘালয়ে বিজেপি পেতে পারে ৪ থেকে ৮টি, এনপিপি ১৮ থেকে ২৪, তৃণমূল ৫ থেকে ৯টি। টাইমস নাউ-ইটিজি বলেছে, বিজেপি ৩ থেকে ৬, এনপিপি ১৮ থেকে ২৬ এবং তৃণমূল ৮ থেকে ১৪টি আসন পেতে পারে। আরজি নিউজ-ম্যাট্রিজ বলেছে, বিজেপি ৬ থেকে ১১, এনপিপি ২১ থেকে ২৬ এবং তৃণমূল ৮ থেকে ১৩টি আসন পেতে পারে। সূত্র: প্রথম আলো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
বাখমুত ছাড়ার ইঙ্গিত কিয়েভের

চাপের মুখে পূর্ব ইউক্রেনের বাখমুত শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে। প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ শহরটির ওপর রাশিয়ার বাহিনী প্রচণ্ড আক্রমণ চালিয়ে আসছে। ইউক্রেন সরকারের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা আলেকজান্ডার রদনিয়ানস্কি গতকাল বুধবার এই সম্ভাবনার কথা জানিয়েছেন। শেষ পর্যন্ত তা হলে ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির পর এটি রাশিয়ার জন্য বড় বিজয় হিসেবে বিবেচিত হবে। বাখমুতে দীর্ঘদিন ধরে কঠিন লড়াইয়ের খবর দেওয়া হচ্ছিল দুই পক্ষ থেকেই। বলা হচ্ছিল, বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া ও ইউক্রেনের সেনারা ইউক্রেন যুদ্ধের সবচেয়ে দীর্ঘস্থায়ী লড়াইয়ে লিপ্ত রয়েছে। এটিই এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়ও। রুশ আক্রমণের তোপে শহরটি বিধ্বস্তপ্রায়।কয়েক দিন আগে রুশ বাহিনী শহরটিতে সুবিধাজনক অবস্থানে থাকার দাবি করেছিল। অন্যদিকে ইউক্রেন বলে আসছিল শক্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথা। সূত্র: কালের কণ্ঠ

১১ মার্চ পতাকা দিবস ঘোষণা সৌদি আরবের

প্রতি বছর ১১ মার্চ পতাকা দিবস পালনের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। খবর: আরবনিউজ’র। রাজকীয় এক আদেশে বাদশাহ সালমান বলেন, ‘১১ মার্চ সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজ আল-সৌদ পতাকাটির অনুমোদন দিয়েছিলেন। এজন্য দিনটিকে পতাকা দিবস হিসেবে পালনের জন্য বেছে নেওয়া হলো।সবুজের গায়ে সাদা তলোয়ারের ওপর ইসলামের কালিমায়ে শাহাদাত সংবলিত পতাকা মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে বলেও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়। সূত্র: সমকাল

Nagad

‘গডফাদার’ থেকে প্রেসিডেন্ট
নাইজেরিয়ায় ৭০ বছর বয়সে স্বপ্নপূরণ বোলা টিনুবুর

বোলা আহমেদ টিনুবু। বাবা-মায়ের দেওয়া নামের চেয়ে ‘রাজনৈতিক গডফাদার’ নামেই বেশি পরিচিত। জীবনের পড়ন্তবেলায় এসে হলেন প্রেসিডেন্টও। সবসময় পেছন থেকে দেশের হালচাল নিয়ন্ত্রণ করে আসা নাইজেরিয়ায় সবচেয়ে প্রভাবশালী এই মানুষটি এবার চলে এলেন সামনে। রাজনীতির হাতেখড়ির কাল থেকে এই স্বপ্নই ঘুরে বেড়াত তার চোখে- ‘একদিন আমিই হব প্রেসিডেন্ট।’ অবশেষে ৭০ বছর বয়সে ধরা দিল এতকালের সেই অধরা স্বপ্ন।এবার আমার পালা-এই স্লোগানেই এ বছর পা বাড়িয়েছিলেন টিনুবু। যেই কথা সেই কাজ। ১৮.৮ মিলিয়ন জনগণের ভোটে হয়ে যান প্রেসিডেন্টও। বুধবার ৩৭ শতাংশ ভোটে তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। অবশ্য ঘোষণার আগেই ফলাফল খানিকটা আন্দাজ করতে পেরেছিল বিরোধীদল। শনিবারের নির্বাচনের পর থেকে পিডিপি, লেবার পার্টিসহ তিনটি বিরোধীদল ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ফের নির্বাচনের দাবি জানায়। তবে তাতে কর্ণপাত করেননি টিনুবু-নির্বাচন কমিশন কেউই। নির্বাচন নিয়ে বিরোধীদের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন টিনুবুও। বলেন, আদালতে যাওয়ার অধিকার তাদের আছে। নির্বাচনের ফল বদলাতে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না। ফল ঘোষণার পর দেওয়া বক্তৃতায় তিনি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে জানান। সূত্র: যুগান্তর

৮০০ বছরের পুরনো মমির সঙ্গে বসবাস

পেরুর পুনো শহরে এক খাবার সরবরাহকারী ব্যক্তি ২৬ বছরের জুলিও সিজার। বাড়িতে যা পাওয়া গেছে, তা দেখে চমকে যেতে হয় সবার। তার ব্যাগ থেকে ৮০০ বছরের পুরনো একটি মমি উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত শনিবার অভিনব কায়দায় পুলিশের কাছে ধরা পড়েন ওই ব্যক্তি। ধরা পড়া ওই ব্যক্তি পুলিশকে জানান, এই মমিটি তার ‘আধ্যাত্মিক বান্ধবী এবং তার সঙ্গেই থাকে। তার বন্ধুদের দেখানোর জন্য ব্যাগে ভরেছিলেন।’
বিশেষজ্ঞরা জানান, মমিটি একজন পূর্ণবয়স্ক পুরুষের। ৪৫ বছরের বেশি বয়সী হতে পারেন ওই ব্যক্তি। উচ্চতা ১ দশমিক ৫১ মিটার বা ৪ ফুট ১১ ইঞ্চি বলে ধারণা করা হচ্ছে।তবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধারের পর মমিটি সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওই ব্যক্তি জানিয়েছেন, ‘আমার বাড়িতে, আমার ঘরেই সে থাকে। আমি সব সময় ওর খেয়াল রাখি’, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটিতে তিনি এই কথা বলেছেন। সূত্র: বিডি প্রতিদিন।

চীন-যুক্তরাষ্ট্রের কভিড রাজনীতি

বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে তাইওয়ান, ইউক্রেন বিষয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিবাদ স্পষ্ট। বিশে্বর নবীন পরাশক্তি চীন ও প্রবীণ পরাশক্তি যুক্তরাষ্ট্রের সম্পর্কের শীতলতায় বার বার ঘুরে ফিরে আসছে নতুন স্নায়ুযুদ্ধের কথা। সম্প্রতি উত্তর আমেরিকার আকাশে চীনা বেলুন নিয়ে দুপক্ষের উত্তেজনা বৃদ্ধি পায়। এরই মধ্যে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন-রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্ককে ইউক্রেন যুদ্ধের সঙ্গে জড়িয়ে মন্তব্য করতে থাকেন। ব্লিঙ্কেন সরাসরি জানান, ইউক্রেন যুদ্ধে সম্ভবত চীন রাশিয়াকে অস্ত্র দিচ্ছে। এ নিয়ে চলে উভয়পক্ষের পাল্টাপাল্টি হুমকি-ধমকি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, চীনের সরকার নিয়ন্ত্রিত কোনো ল্যাব থেকে ‘খুব সম্ভবত’ কভিড-১৯ ছড়িয়েছে। ফক্স নিউজকে এমনটাই এফবিআই পরিচালক বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রাণঘাতী করোনাভাইরাসের উদ্ভব নিয়ে এফবিআইয়ের গোপন মূল্যায়নের ব্যাপারে এটিই সংস্থাটির শীর্ষ কোনো কর্মকর্তার প্রথম প্রকাশ্য মন্তব্য। সাক্ষাৎকারে রে বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী উৎস শনাক্তের চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি অস্পষ্ট ধারণা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে চীন। কিছু গবেষণায় এসেছে, প্রাণী থেকে ভাইরাস চীনের উহান শহরের বাসিন্দাদের মধ্যে ছড়ায়। উহানের বন্যপ্রাণীর বাজার থেকে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। দ্য উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি করোনাভাইরাস নিয়ে গবেষণা করে এবং এই গবেষণাগার থেকে ৪০ মিনিট দূরত্বে অবস্থিত উহানের বাজারটি। সূত্র: দেশ রুপান্তর

হায়দ্রাবাদের নিজাম, চ্যাপলিন, ক্যারি গ্র্যান্ট: কৃপণ ধনী তারা

প্রচুর অর্থবিত্ত থাকলেই সবসময় মানুষ হাতখুলে খরচ করে না। বিশ্বের অনেক মহাধনী ব্যক্তিই অর্থব্যয়ের দিক থেকে অনুদার ছিলেন। এরকম কয়েকজন কৃপণ ধনীর কথা জানিয়েছে অর্থনীতি বিষয়ক ওয়েবসাইট লাভমানি।
ড্যানিয়েল ড্যান্সার-১৭১৬ সালে ইংল্যান্ডের এক ধনী কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ড্যানিয়েল ড্যান্সার। মৃত্যুর পরে তার সম্পদের পরিমাণ ছিল ১০,০০০ পাউন্ড যা মুদ্রাস্ফীতির হিসাবে এখনকার ২.২ বিলিয়ন ডলারের সমতুল্য।এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও ড্যান্সার খরচ কমাতে খেতেন নিম্মমানের খাবার। এমনকি খুব বেশি গোসলও করতেন না তিনি, কারণ তা-তে সাবান খরচ হবে যে!শোনা যায়, একবার তার বোন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু পয়সা খরচ হবে বলে তিনি ডাক্তার ডাকেননি। এর ফলে ১৭৬৬ সালে ওই বোন মারা যান। বোনের মৃত্যুর পর তার সম্পদের অর্ধেকের মালিক হন ড্যান্সার।জীবনের এক পর্যায়ে সম্পদ নিয়ে বাতুল হয়ে পড়েন ড্যান্সার। বাড়ির বিভিন্ন জায়গায় অর্থ লুকাতে শুরু করেন। শোয়ার ঘরের দরজা ও জানালায় তিনি তালা দিয়ে শুতেন যাতে কেউ ঢুকতে না পারে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

এক দশকে সবচেয়ে গতিশীল চীনের কারখানার কার্যক্রম

কভিড-১৯-এর বিধিনিষেধ তুলে দেয়ার পর নতুন গতিতে ফিরেছে চীনের কারখানা কার্যক্রম। এক দশকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে গত মাসে দেশটির উৎপাদন কার্যক্রম সবচেয়ে দ্রুতগতিতে প্রসারিত হয়েছে বলে চীনের সরকারি সূচকের তথ্যে জানা গেছে। গতকাল প্রকাশিত এ সূচকে দেখা যায়, চীন গত বছরের শেষের দিকে নভেল করোনা ভাইরাসবিষয়ক বিধিনিষেধ তুলে নেয়ার কারণ ফেব্রুয়ারিতে প্রত্যাশার তুলনায় কারখানার উৎপাদন বেড়েছে। খবর রয়টার্স।চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের দেয়া তথ্য (এনবিসি) অনুসারে, ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার’স ইনডেক্স (পিএমআই) জানুয়ারিতে ৫০ দশমিক ১ থেকে বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক ৬ পয়েন্টে। সাধারণত পিএমআই ৫০ পয়েন্টের নিচে থাকলে সংকোচন ও ওপরে থাকলে সম্প্রসারণ বোঝানো হয়। বিধিনিষেধ তুলে নেয়ার পর পিএমআই সূচক বিশ্লেষকদের ৫০ দশমিক ৫ পয়েন্টের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। তাছাড়া এটি ২০১২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। কঠোর লকডাউন ও পরবর্তী সময়ে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়লে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ২০২২ সালে অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করে। ডিসেম্বরে ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়ার মধ্যেই হঠাৎ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। দেশটির পিএমআই সূচক বৃদ্ধির ফলে বৈশ্বিক বাজারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাছাড়া বিনিয়োগকারীরাও চীনকে ঘিরে আশাবাদী দৃষ্টিভঙ্গি ধরে রেখেছে। সূত্র: বণিক বার্তা ।

কেন পশ্চিম তীরে সহিংসতা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে

ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার সর্বশেষ শিকার হয়েছেন ২৫ বছরের এক আমেরিকান-ইসরায়েলি যুবক।জেরিকো শহরের কাছে একটি মহাসড়কে সোমবার সন্ধ্যায় ইলান গ্যানেলসের গাড়িতে হামলা হয়। গুলিতে জখম ঐ যুবক সেই রাতেই হাসপাতালে মারা যান।তার আগের দিন অর্থাৎ রোববার রাতে নাবলুস শহরের কাছে হাওয়ারা নামে ফিলিস্তিনিদের একটি গ্রামে ইহুদিরা যে নৃশংস কায়দায় হামলা করে তা নজিরবিহীন। প্রচারিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় কাছের একটি ইহুদি বসতি থেকে দলবদ্ধ হয়ে বিশাল সংখ্যক মানুষ হাওয়ারা গ্রামে ঢুকে বাড়িতে, দোকানে, গাড়িতে আগুন দিচ্ছে, পাথর ছুঁড়ছে।বিবিসির সংবাদদাতা টম বেটম্যান পরদিন ঐ গ্রামে গিয়ে দেখেন বাড়ির পর বাড়ি, দোকান-পাট আগুনে পুড়ে কালো হয়ে গেছে। সারি সারি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।গ্রামবাসী ঐ সংবাদদাতার কাছে অভিযোগ করেন, ইসরায়েলিরা সৈন্যরা সে সময় কাছেই ছিল এবং হামলাকারীদের নিরস্ত করার বদলে তাদের সাহায্য করেছে।ঐ হামলার কয়েক ঘন্টা আগে অর্থাৎ রোববার সকালে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে একটি ইসরায়েলি বসতির দুই বাসিন্দা নিহত হন। বলা হচ্ছে হাওয়ারা গ্রামে ঐ তাণ্ডব ছিল সেই হত্যার বদলা।
ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে এই হামলা-পাল্টা হামলা নতুন কিছু নয়। সহিংসতার এই চক্র গত ৫৬ বছর ধরে চলছে। সূত্র: বিবিসি বাংলা।

রুশ-ইউক্রেন সংঘাত বন্ধে ‘চরম আগ্রহ’ চীন-বেলারুশের

ইউক্রেনে ১ বছরেরও অধিক সময় ধরে চলমান সংঘাত বন্ধে ‘চরম আগ্রহ’ দেখিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন ও বেলারুশ। খবর বিবিসির। বুধবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও বেলারুশ নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে বিষয়টি পরিষ্কার হয়।জাতীয় সার্বভৌমত্বের কথা উল্লেখ করে গত সপ্তাহে ইউক্রেনে যুদ্ধ বন্ধে একটি শান্তি আলোচনার পরিকল্পনার কথা ঘোষণা করে চীন। যুদ্ধ বন্ধে বেইজিংয়ের পরিকল্পনার প্রশংসা করে লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ (বেলারুশ) এই পরিকল্পনাকে ‘পুরোপুরি সমর্থন’ করে।লুকাশেঙ্কোর সঙ্গে জিনপিংয়ের বৈঠকটি এমন সময়ে হলো যার কয়েকদিন আগেই চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সূত্র: দৈনিক বাংলা।