আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

এ বছর প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি চায় চীন
চলতি বছর প্রায় পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশটি চাইছে করোনা মহামারির প্রভাব কাটিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে। ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক সভার উদ্বোধনের দিন রোববার চীনের বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং সরকারি কাজের প্রতিবেদন তুলে ধরেন। এ সময় এই তথ্য প্রকাশ পায়। খবর- সিএনএন। বেইজিংয়ে এনপিসি সভা একটি গুরুত্বপূর্ণ বার্ষিক সমাবেশ। এতে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টারা অংশগ্রহণ করে থাকেন। সূত্র: সমকাল

সীতাকুণ্ডে আবার বিস্ফোরণ, নিহত ৬
বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের ৯ মাস না পেরোতেই আবারও বিস্ফোরণে কাঁপল চট্টগ্রামের সীতাকুণ্ড। এবার ঘটনাস্থল বিএম ডিপোর আধাকিলোমিটার দূরের সীমা অক্সিজেন লিমিটেড কারখানা। গতকাল শনিবার এই বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন। আহত ২০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর।বিস্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। বাড়িঘর ও অফিসের দরজা-জানালা ভেঙে গেছে, দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল কেশবপুর গ্রামে অবস্থিত বিএম কনটেইনার ডিপোর আধাকিলোমিটার দক্ষিণে অবস্থিত সীমা অক্সিজেন কারখানায় সিলিন্ডার ফেটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের কয়েক কিলোমিটার দূরের ঘর-বাড়ি-অফিসের দরজা-জানালা ও কাচ ভেঙে ছিটকে পড়েছে। ফাটল ধরেছে অসংখ্য স্থাপনার দেয়ালে। সূত্র: কালের কন্ঠ

সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ
নিহত ৬ : আহত অন্তত ৩২ * অনেকের হাত-পা বিচ্ছিন্ন * চমেক হাসপাতালে স্বজনদের আহাজারি * গ্যাস ভরার সময় সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন লেগে যায় * ৭ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বেসরকারি অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩২ জন। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন-সীতাকুণ্ডের ফৌজদারহাট বাংলাবাজার এলাকার বাসিন্দা ফরিদ (৩৫), সীতাকুণ্ডের কদমরসুল এলাকার শামসুল আলম (৫০), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ছোট মনগড়া গ্রামের মিকি রেঙি লখরেটের ছেলে রতন লখরেট (৪৫) এবং নোয়াখালীর সুধারাম থানার অলিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আবদুল কাদের (৫০)। বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যায়নি। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল ইউনিয়নের ছোটকুমিরা এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। একটি সিলিন্ডারে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।আহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হচ্ছেন-নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), ফোরকান (৩৫), শাহরিয়ার (২৬) এবং জাহিদ হাসান (২৬)। আহত ১৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের হাত-পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সূত্র: যুগান্তর

বিস্ফোরণে কাঁপল আধা কিলোমিটার, নিহত ৬
সীতাকু-ে সীমা অক্সিজেন প্ল্যান্ট ল-ভ- ।। দগ্ধ ও আহত ৩০, দুই তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকু-ের কদমরসুল এলাকায় বেসরকারি সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৩০ জন। গতকাল শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ওই প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাতে উদ্ধার অভিযান স্থগিত করে আজ রবিবার সকালে ফের শুরুর কথা জানানো হয়। এ ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত বছরের ৬ জুন পৌনে এক কিলোমিটার দূরের বিএম কনটেইনার ডিপোতে আরেক বিস্ফোরণে ৫৪ জন নিহত হয়।গতকাল শনিবারের বিস্ফোরণে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনার পর দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সীতাকু-ের ফৌজদারহাট বাংলাবাজার এলাকার বাসিন্দা ফরিদ (৩৪), সীতাকু-ের কদমরসুল এলাকার শামসুল আলম (৬৫), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ছোট মনগড়া গ্রামের মিকি রেঙি লখরেটের ছেলে রতন লখরেট (৪৫), নোয়াখালীর সুধারাম থানারঅলিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আবদুল কাদের (৫০) এবং লক্ষ্মীপুরের মো. সালাউদ্দিন। বাকি একজন অজ্ঞাত। বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিকট শব্দেবিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, প্রায় আধাকিলোমিটার দূরে গিয়ে পড়ে প্ল্যান্টের লোহার টুকরো। এ ছাড়া প্রায় তিন কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা যায়। আশপাশের বহু কারখানা ও ভবনের কাচ ভেঙে পড়ে। সূত্র: দৈনিক আমাদের সময়

Nagad

বিস্ফোরণে কম্পনে ছিন্নভিন্ন
সীতাকুন্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে নিহত ৬ হঠাৎ কেঁপে ওঠে দুই বর্গকিলোমিটার এলাকা লোহার খন্ড আধা কিলোমিটার উড়ে গিয়ে যুবকের মৃত্যু হাসপাতালে ২২ জন

সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণের ক্ষত না শুকাতেই একই এলাকায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটল অক্সিজেন প্ল্যান্টে। ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামের প্ল্যান্টে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কেঁপে ওঠে প্রায় দুই বর্গকিলোমিটার এলাকা। দুর্ঘটনার পর প্ল্যান্টের ভেতরে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া প্ল্যান্টের বাইরে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিশাল প্ল্যান্টটিতে অক্সিজেন সিলিন্ডারগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আর পুরো প্ল্যান্টের ওপরের ছাউনি উড়ে গেছে। স্থাপনার লোহার রডগুলো বেঁকে রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্ল্যান্টের মধ্যে একটি বড় সিলিন্ডার রয়েছে যেখানে অক্সিজেন উৎপাদিত হয়ে জমা হয়। পাইপের মাধ্যমে একটি স্পটে আসে। সেই স্পট থেকে ছোট আকারের অক্সিজেন সিলিন্ডারগুলোতে অক্সিজেন রিফিল করা হয়। পুরো প্ল্যান্টে অক্সিজেন রিফিল করার দুটো স্পট রয়েছে। প্রতিটি স্পটে ৬ জন করে দুই স্পটে ১২ জন ডিউটিরত ছিলেন। বিস্ফোরণের পরপরই ওপরের ছাউনিগুলো উড়ে যায় এবং পাশের অক্সিজেন সিলিন্ডারগুলোর নিচে চাপা পড়ে ওখানে কর্মরত শ্রমিকরা। সূত্র: দেশ রুপান্তর

সীতাকুণ্ডে বিস্ফোরণ বয়লারে, উদ্ধার অভিযান সমাপ্ত: ইউএনও

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার বেলা সোয়া ১১টার দিকে এ ঘোষণা দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন। তিনি এ সময় জানান, প্ল্যান্টটির বয়লারে বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে।ইউএনও বলেন, ‘এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম অলমোস্ট শেষ। ফায়ার সার্ভিসের কাজ তারা ইতোমধ্যে ক্লোজ করেছে। আমরা ফের কোনো দুর্ঘটনার শঙ্কা করছি না। তবু আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, কাউকে আশপাশে আসতে দিচ্ছি না।’ ইউএনও আরও বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে, সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না। তবে এখানে আবার কোনো বিস্ফোরণ বা অন্য কোনো ঝামেলার আশঙ্কা নেই।’হতাহতদের ক্ষতিপূরণের বিষয়ে ইউএনও বলেন, ‘যারা নিহত হয়েছেন তাদের অবশ্যই ক্ষতিপূরণ দেয়া হবে। বিএম ডিপোর মতো এখানেও মালিকপক্ষ থেকে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে। আর গতকাল জেলা প্রশাসক মহোদয় আহতদের সরকারি খরচে চিকিৎসার ঘোষণা দিয়েছেন।’ সূত্র: দৈনিক বাংলা।

কৃষির জন্য এক বড় উদ্যোগ…
বিশ্বব্যাংকের অর্থায়নে ৭,২১৪.৪৬ কোটি টাকার এ প্রকল্পে পাঁচ বছরে চাষাবাদকে আধুনিকায়নের লক্ষ্য রয়েছে…

কৃষিখাতের আধুনিকায়ন ও উন্নতির লক্ষ্যে একটি বৃহৎ পরিসরের প্রকল্প নেওয়া হয়েছে, যা ফসল উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, বাড়াবে কর্মসংস্থান। বিভিন্ন সেবা ও ঋণ সহায়তার জন্য এক কোটি ৮০ লাখ কৃষককে প্রকল্পের আওতায় স্মার্ট কার্ড দেওয়া হবে। ধান ও ধান-ভিন্ন অন্যান্য ফসলের আবাদ সম্প্রসারণে প্রকল্পের আওতায় যথাযথ প্রযুক্তিগত ও দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। খাদ্য রপ্তানির ক্ষেত্রেও আধুনিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে খাদ্যের মান নিশ্চিত করা হবে। আগামী অর্থবছর থেকেই শুরু হবে কৃষি খাতের সুবৃহৎ এ প্রকল্প।কৃষি মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের মতে, ৭,২১৪.৪৬ কোটি টাকার পঞ্চবার্ষিক এ প্রকল্প সম্পন্ন হলে দেশের কৃষিখাতে যান্ত্রিকায়ন, বৈচিত্র্যকরণ ও সমন্বিত মূল্যচক্র যোগ হওয়ার মাধ্যমে ‘বৈপ্লবিক’ পরিবর্তন আসবে। যা পরিবেশগতভাবে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বড় অবদান রাখবে।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (সংক্ষেপে- পার্টনার)’ শীর্ষক এই প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। আর সরকারি অর্থায়ন থাকবে ১,৪৫৪.৬৫ কোটি টাকা।দুই উন্নয়ন সহযোগী- বিশ্বব্যাংক ও ইফাদ যথাক্রমে ৫০০ ও ৪৩ মিলিয়ন ডলার দেবে। তহবিল ছাড়ের শর্ত থাকবে ১০টি ফলভিত্তিক লক্ষ্য অর্জন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ফের ভয়াবহ বিস্ফোরণ চট্টগ্রামে
ধ্বংসস্তূপ অক্সিজেন প্লান্ট নিহত ৬ আহত ৩০

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল চট্টগ্রামের সীতাকুণ্ড। ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামে একটি অক্সিজেন উৎপাদনকারী কারখানায় অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত হয়েছেন। এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিস্ফোরণে নিহত পাঁচজনের লাশ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে রাখা হয়েছে আরেকজনের লাশ।’ নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন শামসুল আলম (৬৫), মো. ফরিদ (৩৬), রতন (৪৫), আবদুল কাদের (৪০) ও সালাউদ্দিন (৩৩)। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩০ জনকে, যাদের সিংহভাগেরই অবস্থা সংকটাপন্ন। গতকাল বিকালে জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। তবে সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘অক্সিজেন প্লান্ট বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা সংকটাপন্ন। আহতদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে দেবে জেলা প্রশাসন।’ সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার অন্যান্য দিনের মতো এ দিনটিও ছিল স্বাভাবিক। আসরের নামাজ ঘনিয়ে আসায় কেউ কেউ প্রস্তুতি নিচ্ছিলেন মসজিদে যাওয়ার। আবার কেউ যাচ্ছিলেন হাটে বাজার-সওদা করতে। ঘড়ির কাঁটা ৪টা ৩৫ মিনিট। এমন সময় বিকট শব্দে কেঁপে ওঠে সোনাইছড়ি এলাকার সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের অক্সিজেন প্লান্ট। বিস্ফোরণের শব্দ শোনা যায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। এমন বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। বিস্ফোরণের পর অক্সিজেন প্লান্টের লোহা এবং কারখানার ছাদ আছড়ে পড়ে কয়েক শ গজ দূরে। কারখানার আশপাশের কয়েক শ গজ দূরের বসতবাড়ির ঘর ও স্থাপনার দেয়াল ভেঙে যায়। উড়ে যায় টিনের তৈরি ঘরের ছাদ। ভেঙে যায় ঘরের দরজা-জানালা। ১ কিলোমিটার দূরের অনেক ঘরের দেয়ালেও ফাটল দেখা দেয়। পাশে থাকা অনেক কারখানার ছাদ উড়ে গেছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

হজের বিমান ভাড়া এতো বাড়ানো হলো কেন

বাংলাদেশে চলতি বছরের হজ যাত্রীদের জন্য সৌদি আরবে আসা যাওয়ার বিমান টিকেটের যে দাম নির্ধারণ করা হয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে এবং সব মিলিয়ে হজের খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে হজের জন্য আগ্রহীদের নিবন্ধনই কম দেখা যাচ্ছে। হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ বা আটাব বলছে, বিমান ভাড়া এতো বেশি করে ঠিক করা হয়েছে যে এটি তাদের মতে ‘অবিচার’।এর ফলে কয়েক দফায় নিবন্ধনের সময় বাড়িয়েও খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। অস্বাভাবিক বিমান ভাড়ার কারণে হজ প্যাকেজের দাম বেড়ে যাওয়ার কারণেই এমন অবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন ওই দুটি সংগঠনের নেতারা।অবশ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, সার্বিক পরিস্থিতি ও খরচ বিবেচনা করেই বিমান ভাড়া ঠিক করা হয়েছে যাতে বিমানের লাভ হবে না তবে লোকসান এড়ানো সম্ভব হবে।প্রসঙ্গত, এবারের হজ প্যাকেজে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৯৭ টাকা। বাংলাদেশের হজ যাত্রীদের বহনের কাজটি করে মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্স। সূত্র: বিবিসি বাংলা।

মিরপুর রোডে ভবনে বিস্ফোরণ, ধসে পড়েছে দেয়াল

ঢাকা কলেজ এলাকায় মিরপুর রোডে হঠাৎ বিকট বিস্ফোরণে তিনতলা একটি ভবনের আংশিক ধসে পড়েছে; এ ঘটনায় অন্তত দুই জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল ১০টা ৫২ মিনিটেরে দিকে ওই ভবনে বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জীবন মিয়া জানান।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ভবনটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী, ধানমণ্ডি টহল এবং সিদ্দিকবাজার স্টেশনের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান মোল্লা জানান, বিস্ফোরণে তিনতলা ওই ভবনের একপাশের দেয়াল ধসে পড়েছে। প্রাথমিকভাবে দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সূত্র: বিডি নিউজ