শনিবার থেকে শুরু হচ্ছে ‘তিনদিনের বাংলাদেশ বিজনেস সামিট’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩

আগামী ১১ থেকে ১৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে ‘তিনদিনের বাংলাদেশ বিজনেস সামিট’। যেটির আয়োজন করেছেন- দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

শনিবার (১১ মার্চ) সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বর্তমান বোর্ড এই সামিট আয়োজন করছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) এফবিসিসিআইয়ের বোর্ড রুমে বাংলাদেশ বিজনেস সামিটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি সালাউদ্দিন আলমগীর, এম এ মোমেন, আমীন হেলালী, হাবিবুল্লাহ ডন এবং এম এ রাজ্জাক খান রাজ।

এছাড়াও এফবিসিসিআই পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জসিম উদ্দীন জানান, সামিটে অংশগ্রহণ করতে দেশি-বিদেশিসহ মোট ৭৫৫ জন আবেদন করেছেন। এর মধ্যে বিদেশিদের রেজিস্ট্রেশনের সংখ্যা ২০০। সৌদি আরব ও যুক্তরাজ্যসহ আটটি দেশের মন্ত্রীরা প্রতিনিধি দল নিয়ে সামিটে আসছেন।

তিনি জানান, দেশের ১০০টি ইকোনমিক জোনের সব সুযোগ-সুবিধা সামিটে তুলে ধরা হবে। সামিটে ১৫টি ব্যবসায়ী সংগঠন এবং ১৫টি প্রতিষ্ঠানের স্টল থাকবে। তারা তাদের সেক্টরের ব্যবসায়িক বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরবে।

Nagad

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি বেসরকারি খাতসহ এবারের সম্মেলনে ১৬টি দেশের দুইশ’র বেশি ডেলিগেট আসছেন। এর মধ্যে বিশ্বের নামকরা ১২টি কোম্পানির সিইও কিংবা টপ পর্যায়ের প্রতিনিধিরাও থাকছেন।

এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘কিছু বোটলনেক আছে। এটা বাংলাদেশের একার নয়, অন্যান্য দেশেও আছে। আমরা তা ওভারকাম করবো।’

তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক সম্ভাবনার খবরও পাওয়া যায়। আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে বলে ভবিষ্যদ্বানী করেছে বোস্টন কনসাল্টিং গ্রুপ। আর এইচএসবিসির ভবিষ্যদ্বানী- নবম বৃহত্তম বাজার হবে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও তিনটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে।

অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, আমিন হেলালি, হাবিব উল্লাহ ডন, বাংলাদেশ বিজনেস সামিটের কারিগরি উপদেষ্টা ড. এম মাশরুর রিয়াজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।