টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে বাংলাদেশ। এখন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে টাইগাররা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেতে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

রোববার (১২ মার্চ) রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ইতিহাস গড়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ইংলিশরা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে স্কোর খুব বড় হতে পারেনি ইংল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমে যায় তারা।

জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের দৃঢ়তা এবং সাকিব আল হাসান ও আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত ফিনিশিং, বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় এনে দেয় বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। ১২ বল এবং ৬ উইকেট অক্ষত রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে পরিবর্তনের খুব বেশি সম্ভাবনা নেই। প্রথম টি-টোয়েন্টির একাদশই দেখা যেতে পারে দ্বিতীয় ম্যাচেই। তবে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড দলে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

Nagad

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।

সারাদিন/১২ মার্চ/এমবি