নওগাঁয় যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

নওগাঁয় বিকাশ প্রতারণার মিথ্যা অভিযোগ এনে আইয়ুব আলী নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ ) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ঐ যুবক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইয়ুব আলী বলেন, গত ৮ মার্চ আনুমানিক দুপুর ১২টার দিকে সদর উপজেলার নাপিত পাড়া বাঁধের মোড় সংলগ্ন রাস্তা দিয়ে ব্যবসায়ীক কাজে যাওয়ার সময় ঐ এলাকার জনি এবং রনি নামে দুই যুবক তার উপর হামলা করে। একপর্যায়ে রাস্তার মোড়ে দড়ি দিয়ে বেধে তার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।এ সময় মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রকি ভাই নামে পেইজে ছড়িয়ে দেয়।

এরপর মিথ্যা বিকাশ প্রতারণা করার অভিযোগ এনে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর থানা থেকে আইয়ুবকে কোর্টে চালান করা হয়। ঐ দিন বিকেলে তার বিরুদ্ধে আদালতে বিকাশ প্রতারণার অভিযোগ ১৫১ ধারা প্রমাণিত না হওয়ায় আদালত আমাকে খালাস প্রদান করে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান- হামলার পরদিন শুক্রবার বিকেলে ভুক্তভোগী আইয়ুব আলীর বড় ভাই আইনবল আলীকে রনি ও তার ভাই জনি দোকান ভাংচুরের ক্ষতিপূরণ বাবদ মুঠোফোনে ২০হাজার টাকা দাবী করেন। হামলার শিকার হওয়া ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে নানান উপশম দেখা দিলে শনিবার দুপুরে নওগাঁ ল্যাব এইড হাসপাতালে ডাঃ শান্তুনু কুমার সাহা তার শরীরের দুইটি যায়গায় অস্ত্রোপচার করার পরামর্শ দেন। এরপর শনিবার রাতে নওগাঁ সদর মডেল থানায় দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।