ইংল্যান্ডের বিরুদ্ধে জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।

এক ম্যাচ হাতে রেখে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথম কোনো সিরিজ জিতল লাল সবুজের বাংলাদেশ।

ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখে টি-২০ সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।

চট্টগ্রামে ফিফটির ইনিংস খেলে নাজমুল শান্ত প্রথম ম্যাচ জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচেও তিনি খেলেছেন ৪৬ রানের ম্যাচ জয়ী ইনিংস। এ খেলায় মেহেদি মিরাজ ঝলকে উঠেছে।

ইতিহাস গড়তে বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১১৮ রান। তবে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা। তবে শেষ সময়ে জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল।

প্রসঙ্গত, আজ আজ রোববার (১২ মার্চ) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ইংল্যান্ডকে ১১৭ রানে আটকে দেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের পক্ষে মাত্র ১২ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ।

Nagad