ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২১৯

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ মালাউই ও মোজাম্বিকে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ছয় শতাধিক মানুষ। আর নিখোঁজ রয়েছে অন্তত আরও ৩৭ জন। খবর এবিসি নিউজ, বিবিসি’র।

বুধবার (১৫ মার্চ) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মালাউইতে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে ১৯৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ৫৮৪ জন। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩৭ জন।

এছাড়া প্রতিবেশী মোজাম্বিক মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সাথে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা। দেশটিতে এখন পর্যন্ত মোট ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২৪ জন।

এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে। দেশটির সরকার দক্ষিণের ১০টি জেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি ঘোষণা করেছে। জানা গেছে, মালাউইয়ের বাণিজ্যিক কেন্দ্র ব্লানটায়ারে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ডজনখানেক শিশুও রয়েছে।

সারাদিন/১৫ মার্চ/এমবি

Nagad