আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

তুরস্কের ভূমিকম্পদুর্গত এলাকায় এবার বন্যা, নিহত ১৪

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পদুর্গত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিকম্পের জেরে ঘর হারিয়ে তাঁবু ও কনটেইনারে বসবাস করা মানুষেরা। অতিবৃষ্টি থেকে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হয়। গতকাল বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে। এতে দেখা দিয়েছে বন্যা। তুরস্কের সরকারি কর্মকর্তারা জানান, সিরিয়ার সীমান্তসংলগ্ন সানলিউরফা এলাকায় বন্যায় ১২ জনের প্রাণ গেছে। অন্যদিকে আদিয়ামানে এক বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যা পানিতে ভেসে গেছে অনেক তাঁবু ও গাড়ি। সানলিউরফার গভর্নর জানিয়েছেন, ওই অঞ্চলের প্রধান হাসপাতালের নিচতলায় বন্যার পানি ঢুকেছে। সূত্র: প্রথম আলো

কৃষ্ণ সাগরে মুখোমুখি ড্রোন ও যুদ্ধবিমান
মার্কিন ড্রোন বিধ্বস্ত রাশিয়ার হুঁশিয়ারি

কৃষ্ণ সাগরের আকাশে মার্কিন একটি নজরদারি ড্রোন ও দুই রুশ যুদ্ধবিমানের মুখোমুখি হওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। চালকবিহীন মার্কিন নজরদারি ড্রোনটি সাগরে পড়ে বিধ্বস্ত হয়েছে। প্রেক্ষাপট সম্পর্কে ভিন্ন রকম বর্ণনা দেওয়া হলেও দুই পক্ষের আকাশযানের মধ্যে সরাসরি সংঘাত হয়নি বলে মনে করা হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের বিস্তীর্ণ ভূখণ্ড কৃষ্ণ সাগর উপকূলের তীরে পড়েছে। মার্কিন সেনাবাহিনীর ইউরোপীয় কমান্ড বলেছে, দুটি রুশ সু-২৭ যুদ্ধবিমান গত মঙ্গলবার কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের মানববিহীন ড্রোন এমকিউ-৯ রিপারকে বাধা দেয় এবং পরে ড্রোনটি বিধ্বস্ত হয়। রাশিয়ার ‘অপেশাদার’ কর্মকাণ্ডের ফলেই এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র বলছে, ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলায় বিপক্ষের হাতে পড়া ঠেকাতে ড্রোনটি ধ্বংস করা হয়। তারা এর ধ্বংসাবশেষ উদ্ধারে ওই এলাকায় অভিযান চালাবে। সূত্র: কালের কণ্ঠ

আফগানিস্তানে বাস উল্টে স্বর্ণ খনির ১৭ শ্রমিক নিহত

আফগানিস্তানের তাখার প্রদেশে বাস উল্টে স্বর্ণের খনির ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর সাতজন। আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেসের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানায়। তাখার প্রদেশের চাহ আব জেলার আনজির এলাকায় এ বাস দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই স্বর্ণের খনির শ্রমিক বলে জানান তালেবান সরকার নিযুক্ত চাহ আব জেলা গভর্নর মোল্লাহ জামানুদ্দিন। আহতদের নিকটস্থ হাসপতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২০ সালের সড়ক দুর্ঘটনা রিপোর্টের তথ্য মতে, আফগানিস্তানে সড়কে ছয় হাজার ৩৩ জনের প্রাণহানি ঘটে। বিশ্বে সড়কে মৃত্যুর হিসাবে আফগানিস্তান ৭৬তম বলে জানায় খামা প্রেস। সূত্র: সমকাল

Nagad

মূল্যস্ফীতি মোকাবেলায় জাপানে কয়েক দশকের সর্বোচ্চ বেতন বৃদ্ধি

মূল্যস্ফীতির ধকল কাটাতে জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো কয়েক দশকের সর্বোচ্চ বেতন বৃদ্ধির পথে এগুচ্ছে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বেশ কিছুদিন ধরেই বেতন বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছিলেন। এ আহ্বানে সাড়া দিয়ে জাপানের বার্ষিক শ্রম আলোচনায় নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। খবর রয়টার্স। প্রতি বছরের মার্চে জাপানের শীর্ষ কোম্পানি ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। নির্ধারণ করেন নতুন অর্থবছরে কর্মীদের বেতনকাঠামো। এ আলোচনা ‘শুন্তো স্প্রিং ওয়েজ টক’ নামে পরিচিত। গতকাল শেষ হওয়া এ বার্ষিক মজুরি আলোচনার পর ধারণা করা হচ্ছে করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রায় ২ দশমিক ৮৫ শতাংশ বেতন বাড়াতে পারে। বেতন বৃদ্ধির আলোচনায় মূল বেতন ও বোনাস প্রদানের বিষয়গুলো উল্লেখ করা হয়। সূত্র: বণিক বার্তা ।

ইমরানকে গ্রেপ্তার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ পাকিস্তানের আদালতের

পাকিস্তানের লাহোর শহরের একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করার নির্দেশ দিয়েছেন। খবর আল জাজিরা-র।ইসলামাবাদের একটি আদালত মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরানকে ১৯ মার্চের মধ্যে আদালতে হাজির করতে আদেশ দেন। এরপর নিরাপত্তা বাহিনী ইমরানকে আটক করার প্রচেষ্টা নেয়।রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত একটি মামলার শুনানিতে পিটিআই-প্রধান বেশ কয়েকটি শুনানিতে গরহাজির ছিলেন। কিন্তু লাহোরে ইমরানের বাড়িতে গেলে তার সমর্থকরা নিরাপত্তা বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন সমর্থক আহত হন। জানা গেছে, নিরাপত্তা বাহিনী জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে। অন্যদিকে ইমরানের সমর্থকরা পাথর ছোড়েন। বুধবার বিকাল পর্যন্ত এরকম টানটান উত্তেজনা বিরাজ করছিল। তবে বিকালে লাহোর হাইকোর্ট বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখতে আদেশ দিয়েছেন। পিটিআইয়ের করা এক পিটিশনের পর এ আদেশ এল। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিবিসির প্রতিবেদন
যে নিষেধাজ্ঞা ইরাককে পঙ্গু করে দিয়েছিল

আজ থেকে ৩৩ বছর আগে ইরাক হাজার হাজার সেনা পাঠিয়ে কুয়েত দখল করে নেওয়ার পর বাগদাদের ওপর নেমে এসেছিল ব্যাপক পশ্চিমা নিষেধাজ্ঞা। এক যুগেরও বেশি সময় ধরে চলা এই নিষেধাজ্ঞার কারণে ইরাকে মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল। মারা গিয়েছিল লাখ লাখ শিশু। দীর্ঘ সময় ধরে এই নিষেধাজ্ঞা বহাল রাখার ব্যাপক সমালোচনাও রয়েছে বিশ্বজুড়ে। ইরাকের ওপর নিষেধাজ্ঞা এসেছিল মূলত দেশটির শাসক সাদ্দাম হোসেনকে চাপে ফেলার জন্য। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা ইরাক সরকারকে যতটা না কাবু করেছে, তার চেয়েও অনেক বেশি ভুগতে হয়েছে সাধারণ জনগণকে। জাতিসংঘ ১৯৯০ সালে ইরাকের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছিল, যা চলেছে ২০০৩ সাল পর্যন্ত। সূত্র: বিডি প্রতিদিন।

পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে মহারাষ্ট্রে কৃষকের মিছিল

ভারতের পশ্চিমঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের কৃষকরা পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে মিছিল শুরু করেছে। তারা মুম্বাই অভিমুখে ২০০ কিলোমিটার মিছিল করবে। বিবিসি জানায়, মহারাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দামে ধস নামায় বিপদে পড়েছে কৃষকরা। তারা বাজারে পেঁয়াজ বিক্রি করে খরচ উঠাতে পারছে না। এমন অবস্থায় পেঁয়াজের দাম বাড়াতে মিছিল করতে বাধ্য হয়েছেন তারা। এদিকে বিক্ষোভের মুখে পেঁয়াজ চাষীদের জন্য কিছু আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে কৃর্তৃপক্ষ। তবে কৃষকরা তা প্রত্যাখ্যান করে প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। মহারাষ্ট্রের নাসিক জেলার কৃষক নামদেব ঠাকরে পেয়াঁজের দাম বাড়ানোর দাবির মিছিলে অংশ নিয়েছেন। নামদেবের পরিবারের ক্ষেতগুলোয় বিপুল পরিমাণ পেঁয়াজ পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। এই কৃষক বলেন, তিনি ক্ষেত থেকে পেঁয়াজ সংগ্রহ এবং বাজারজাত করতে শ্রমিকের ভাড়া করতে চান না। কারণ পেঁয়াজ বিক্রি করে লাভ তো দূরের কথা, শ্রমিক ভাড়ার খরচই তিনি তুলতে পারবে না। মিছিলে অংশগ্রহণকারী আরেক কৃষক রাগে-দুঃখে তার জমির সব পেঁয়াজ পুড়িয়ে দিয়েছেন। তিনি তাদের কষ্টের সুরাহ দিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। অনেক কৃষক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানায় পেঁয়াজ পার্সেল করে পাঠাচ্ছেন। মোদির মনোযোগ আকর্ষণ করতে এমন পথ বেছে নিচ্ছেন তারা। ভারতে প্রতি বছর ২.৪ কোটি টন পেঁয়াজ উৎপাদিত হয়। পেঁয়াজ উৎপাদনে বিশ্বে চীনের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারতে মোট উৎপাদিত পেঁয়াজের অর্ধেকের বেশি মহারাষ্ট্রে চাষাবাদ হয়।কর্মকর্তারা বলছেন, জনবহুল উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় মহারাষ্ট্রের পেঁয়াজের চাহিদা কমে গেছে। এটি মহারাষ্ট্রে পেঁয়াজের দাম পড়ে যাওয়ার একটি বড় কারণ। উত্তর প্রদেশ, বিহার, রাজস্থানেই এখন চাষীরা পেঁয়াজ চাষ করছে। সূত্র: দৈনিক বাংলা।

আকাশে বাড়ছে উত্তেজনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দিন দিন বিস্তৃত হচ্ছে। পশ্চিমাদের সামরিক সহায়তায় মূল রণক্ষেত্রে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। অন্যদিকে যুদ্ধটা যে আসলে রাশিয়ার বিরুদ্ধে একাট্টা পশ্চিমের যুদ্ধ তা স্পষ্ট হচ্ছে। দুই পক্ষের সম্পর্ক এখন বাগযুদ্ধ থেকে শুরু হয়ে ধীরে ধীরে সামরিক দিকেও মোড় নিচ্ছে। গত মঙ্গলবার এস্তোনিয়ার আকাশসীমার কাছে রাশিয়ার একটি সামরিক উড়োজাহাজকে বাধা দিয়েছে ব্রিটিশ ও জার্মানির দুটি যুদ্ধবিমান। সেইন্ট পিটার্সবার্গ শহর থেকে বাল্টিক সাগর উপকূলীয় রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে উড়ে যাওয়ার সময় আইএল-৭৮ মিডাস রিফুয়েলিং উড়োজাহাজটির দিকে তেড়ে যায় ইউরোফাইটার টাইফুন ফাইটার জেট।
মিডাসটিকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার পর টাইফুন দুটিকে এস্তোনিয়ার আকাশসীমার কাছ দিয়ে যাওয়া একটি আন্তোনোভ-১৪৮ উড়োজাহাজকে বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তখন তারা সেদিকে উড়ে যায়। টাইফুন ফাইটার দুটি ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর (আরএএফ) ১৪০ এক্সপিডিশনারি এয়ার উইং এবং জার্মানির ৭১ ট্যাকটিক্যাল এয়ার উইং রিচথোফেনের অংশ। এপ্রিলে জার্মানির বিমানবাহিনীর কাছ থেকে দীর্ঘদিন ধরে চলা ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরএএফ। দায়িত্ব নেওয়ার পর চার মাস এই মিশনের নেতৃত্ব দেবে ব্রিটিশরা। তার আগ পর্যন্ত ওই অঞ্চলের আকাশে ব্রিটিশ-জার্মান যৌথ টহল অব্যাহত থাকবে। সূত্র: দেশ রুপান্তর

লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম নিখোঁজ

লিবিয়ার একটি স্থান থেকে প্রায় আড়াই টনের মতো প্রাকৃতিক ইউরেনিয়াম হারিয়ে গেছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণকারী পরিদর্শকরা দেখতে পেয়েছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বুধবার এক বিবৃতিতে সদস্য রাষ্ট্রগুলোকে বিষয়টি অবহিত করেছে। লিবিয়ার ওই স্থানটি দেশটির সরকারের নিয়ন্ত্রণে ছিল না বলে জানিয়েছে তারা।মঙ্গলবার পরিদর্শকরা ওই স্থানটি পরিদর্শনের পর বিষয়টি ধরা পড়ে। গত বছরই এই স্থানটি পরিদর্শনের পরিকল্পনা ছিল, কিন্তু ওই ‘অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে তা স্থগিত করতে হয়েছিল’ বলে আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসির গোপনীয় ওই বিবৃতিতে জানানো হয়েছে। এক পাতার ওই বিবৃতিতে বলা হয়েছে, “পরিদর্শকরা দেখতে পান, ঘনীভূত ইউরেনিয়াম আকরিক (ইউওসি) অবস্থায় ১০টি ড্রামে রাখা প্রায় আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম ওই স্থানটিতে নেই, কিন্তু আগে এক ঘোষণায় (লিবিয়া) জানিয়েছিল ইউরেনিয়ামগুলো সেখানে রাখা হয়েছে।” সূত্র: বিডি নিউজ

মুম্বাইয়ের দিকে এগোচ্ছে ২০ হাজার কৃষকের বিক্ষোভ মিছিল

মহারাষ্ট্রের হাজার হাজার কৃষক পায়ে হেঁটে রাজধানী মুম্বাইয়ের দিকে এক পদযাত্রা শুরু করেছেন।কৃষকরা দাবী করছেন পেঁয়াজ চাষ করে তাদের যে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে এবছর, সরকার অনুদান দিয়ে সেই ক্ষতি পূরণ করুক। সোমবার নাসিক শহর থেকে শুরু হওয়া মিছিলটি বুধবার সন্ধ্যায় পৌঁছেছে থানে জেলার কাসওয়া ঘাটে। ইতিমধ্যেই এই মিছিলে প্রায় ২০ হাজার কৃষক যোগ দিয়েছেন বলে জানিয়েছেন নাসিকে বিবিসির সহযোগী সংবাদদাতা প্রভীন ঠাকরে।তিনি আরও জানাচ্ছেন- মিছিল যত মুম্বাইয়ের দিকে এগোবে, ততই বহরে কৃষকের সংখ্যা বাড়তে থাকবে বলে মনে করা হচ্ছে।কৃষকদের এই মিছিলটি সংগঠিত করছে সিপিআইএম দলের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। সূত্র: বিবিসি বাংলা ।