লংকাবাংলা সিকিউরিটিজের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস‍্যভুক্ত ব্রোকার হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত
এ প্রতিষ্ঠানটি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা সমাপ্ত হিসাব বছরে কোনো লভ্যাংশ নেবেন না।

বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় জানুয়ারি থেকে ডিসেম্বর সমাপ্ত আর্থিক বছরের প্রতিবেদন পর্যালোচনা করে এ অনুমোদন দেওয়া হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে বিদায়ী বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৯৩ পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ।

৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৫ পয়সা।

Nagad