বাংলাদেশের বিশাল জয়, এবাদত-তাসকিনে কাবু আয়ারল্যান্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

ছবি: সংগৃহীত

টাইগারদের বোলিং তাণ্ডবে আয়ারল্যান্ড আর পেরে উঠলো না। ৩৩৯ রানের বিশাল টার্গেট তাড়ায় ব্যাট করতে নেমে ১৫৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

আজ শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ। এটি টাইগারদের ওয়ানডে ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এবাদত, নাসুম, তাসকিনদের বোলিং তোপে মাত্র ১৫৫ রানে থামে আইরিশদের ইনিংস। এতে নিজেদের ইতিহাসে প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ১৮৩ রানের ব্যবধানে জিতেছে টাইগার বাহিনী।

এর আগে টাইগারদের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালের ১ মার্চ সিলেটের এই ভেন্যুতেই জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছিল টাইগাররা। তিন বছর পরে একই ভেন্যুতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড বিস্তৃত করল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ৩৩৮/৮ (তামিম ৩, লিটন ২৬, শান্ত ২৫, সাকিব ৯৩, হৃদয় ৯২, মুশফিকুর ৪৪, ইয়াসির ১৭, তাসকিন ১১, নাসুম ১১*, মুস্তাফিজ ১*; অ্যাডাইর ১০-০-৭৭-১, হিউম ১০-০-৬০-৪, ম্যাকব্রাইন ১০-০-৪৭-১, ক্যাম্পার ৮-০-৫৬-১, ট্রেক্টর ৬-০-৪৫-০, ডেলানি ৬-০-৫০-০)

আয়ারল্যান্ড : ৩০.৫ ওভারে ১৫৫/১০ (ডোহেনি ৩৪, স্টার্লিং ২২, বালবার্নি ৫, ট্রেক্টর ৩, ট্রাকার ৬, ক্যাম্পার ১৬, ডকরেল ৪৫, ডেলানি ১, ম্যাকব্রাইন ০, হিউম ২*, অ্যাডাইর ১৩, ; মুস্তাফিজ ৬-০-৩১-০, তাসকিন ৬-২-১৫-২, নাসুম ৮-০-৪৩-৩, সাকিব ৪-০-২৩-১, এবাদত ৬.৫-০-৪২-৪)

Nagad

ফলাফল : বাংলাদেশ ১৮৩ রানে জয়ী।