৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

ছবি- সংগৃহীত

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে নেওয়া হবে। রোববার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শর্তে পিএসসির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের দিন ধার্য করা হয়েছে। বিজি প্রেসের সাথে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। চলতি সপ্তাহে পিএসসি এই বিষয়ে ঘোষণা দেবে।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেন। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।

নন-ক্যাডার পদে নেওয়া হবে এক হাজার ২২ জনকে। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

সারাদিন/১৯ মার্চ/এমবি

Nagad