সাভারে ফেনসিডিলসহ দুই কারবারি আটক

সাভার প্রতিনিধি;সাভার প্রতিনিধি;
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের নিকট হতে ৪১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে শনিবার (১৮ মার্চ) রাত পৌনে ৮ টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সাভারের দক্ষিণ রাজাশন বলিয়ারপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ রুবেল হোসেন (৪০) ও একই এলাকার মোঃ লাভলু ওরফে লাবুর ছেলে মোঃ বিষু (২১)।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে সাভারের বলিয়ারপুর এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে গতকাল রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এ সময় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের নিকট হতে ৪১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর (ডিবি) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে সাভারের বলিয়ারপুর সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া আসিতেছিলো। এবং আটক রুবেলের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ২ টি মাদক মামলা রয়েছে।

Nagad

তিনি আরও বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।