উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার সংবাদদাতাকক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

ছবি- সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়ার বালুখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়া তাজনিমারখোলা ক্যাম্পের মোহাম্মদ রফিক (৩০) ও মো: রাফি (৩২)। এই ঘটনায় ক্যাম্পের তাজনিমারখোলা মাঝি মোহাম্মদ ইয়াছিন নামে আরও এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। নিহত দুই জনই বালুখালী ক্যাম্প-১৩, জি/৪ এর বাসিন্দা।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এপিবিএন) অতিরিক্ত ডিআইজি আমির জাফর গণমাধ্যমকে বলেন, “উখিয়া ১৩ নম্বর ক্যাম্পে ১৩-১৫ জনের একটি অস্ত্রধারী দল হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হন। এই ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্পে অভিযান চালাচ্ছে।”

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, দুপুরে বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এই ঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সারাদিন/২১ মার্চ/এমবি

Nagad